নাঙ্গলকোটে ”বিজয় এক্সপ্রেস” ট্রেন দুর্ঘটনার ১৫ ঘন্টা পর রেল চলাচল শুরু
ঢাকা-চট্রগ্রাম রেলপথের হাসানপুর রেলস্টেশনের অদুরে কুমিল্লার নাঙ্গলকোটে শিহর চিওড়া তেজের বাজার নামক স্থানে বিজয় এক্সপ্রেস ট্রেনের নয় বগি লাইনচ্যুত হওয়ার ১৫ ঘন্টা পর সারাদেশের সঙ্গে চট্রগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে। তবে বর্তমানে চট্রগ্রামগামী লাইন (ডাউন লাইন) দিয়ে দুই দিকের ট্রেন চালু করা হয়েছে। দুর্ঘটনার ক্ষতিগ্রস্থ ঢাকামুখী লাইন (আপ লাইন) ঠিক হতে আরো দু‘দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।সোমবার (১৮...