চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়ায় চলন্ত ধানকলের ফিতাই জড়িয়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
কুমড়োর বড়ি আর দেওয়া হলোনা শুকুরণ নেছার (৫৫)। তার আগেই চলন্ত ধানকলের ফিতাই জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এ বৃদ্ধার। বুধবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মিস্ত্রিপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত শুকুরণ নেছা একই উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের উত্তরপাড়ার মরহুম আব্দুল মজিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান জানান, শুকুরণ নেছা...