হাজীগঞ্জে ৪০ দিনের কর্মসূচির কাজ ভ্যেকু দিয়ে একদিনে শেষ!
চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচির কাজ এক দিনেই শেষ করার অভিযোগ উঠেছে। (২১ জানুয়ারী) ইউনিয়নের ৭নং ওয়ার্ড নোয়াপাড়া বেপারি বাড়ি হইতে খালপাড়া পর্যন্ত মাটির রাস্তা সংস্কারে এমন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব কর্মসূচি প্রকল্প কমিটি দরিদ্র শ্রমিকদের নামে সিমকার্ড ব্যবহার করে মাস্টাররোল অফিসে জমা দিলেও, বাস্তবে এস্কেভেটর (স্থানীয়ভাবে ভেকু নামে পরিচিত) মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে।৪০...