অব্যাহত শৈত্যপ্রবাহের মধ্যে বরিশালে মাঘের অকাল বর্ষণে জনজীবনে দূর্ভোগ বর্ণনার বাইরে
মাঘের কনকনে ঠান্ডার সাথে বৃহস্পতিবার সকাল থেকে অকাল বর্ষণে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পার্যন্ত বরিশালে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার পারে তা কিছুটা স্থিতিম হলেও মেঘলা আকাশ দিনভরই সূর্যকে আড়াল করে রাখায় শীতের বাড়তি অনুভুতিতে মানুষের দূর্ভোগের মেষ ছিলনা। গত কয়েক দিনের মৃদু শৈত্য প্রবাহের পরে বৃহস্পতিবার সকালে বরিশালে তাপমাত্রার পারদ...