পটুয়াখালী বাস খাদে,নিহত-১,আহত-১৭
পটুয়াখালীতে ইকোনো পরিবহনের বেপড়োয়া গতির একটি বাস খাদে পড়ে রোজা (১০) নামের এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ১৭যাত্রী। বুধবার ভোররাতে পটুয়াখালী শহরের প্রবেশমুখ সেতুর উত্তর পাদদেশে এ দুর্ঘটনা ঘটে। মৃত রোজা কুড়িগ্রাম জেলার মুক্তারাম গ্রামের রিয়াজের মেয়ে। সে পরিবারের সঙ্গে কুয়াকাটা সাগর সৈকতে ভ্রমনের উদ্দেশ্যে ঐ বাসে করে আসছিল। এই দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর শিশুটির মা-বাবাসহ ১৭...