গফরগাঁওয়ে নৌকায় প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল বিজয়ী
ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোর্নীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এমপি দ্বাদশ সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো আবারো এমপি নির্বাচিত হলেন । আ,লীগ বিজয়ী র্প্রাথীর প্রাপ্ত ভোট ২লাখ ১৬হাজার ৮শত ৯৩ ভোট । নিকটতম প্রতিদ্বন্ধী জাপা মোঃ নাজমুল হক প্রাপ্ত ভোট ৪হাজার২শত ৭৬ ভোট । এ আসনে মোট প্রার্থী ছিলেন ৫জন । এদের মধ্যে নির্বাচন থেকে সরে দাড়াঁন ২জন...