বিস্ফোরক মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নাশকতা ও বিস্ফোরক মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোহাম্মদ আব্দুছ ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে সিভিল পোষাকে একদল পুলিশ বেপারি পাড়া, বেড়াবুচনা ও সবুজবাগ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পরে...