অবরোধে থমকে গেছে সিলেটের স্বাভাবিক জীবনের চিত্র
মুখ লুকিয়ে, রাতদিন নিজেদের সর্তক অবস্থানে রাখার প্রচেষ্টার মধ্যে দিয়ে অবরোধে সংযুক্ত রয়েছে সিলেট বিএনপি জামাতের নেতাকর্মীরা। কারন নেতাকর্মীরা বিরামহীন প্রচেষ্টা চালাচ্ছে অবরোধ সফলে, অপরদিকে অবরোধ সমর্থকদের আটকে বসে নেই আইনশৃংখলা বাহিনী। সেকারনে নিজেদের আপাতত লড়াইয়ে ঠিকে থাকার জন্য আড়ালে আবডালে রাখার প্রচেষ্টা তাদের। আজ অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার সিলেটের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সড়ক-মহাসড়কে চলছে না যান। স্বাভাবিক...