শেষ দিনের অবরোধ স্বতঃস্ফূর্তভাবে চলছে সিলেটে : মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং
বিএনপি জামায়াতের ডাকা অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার। স্বত:স্ফূর্তভাবে এ অবরোধের চলছে সিলেটজুড়ে। পুলিশী হামলা-মামলাসহ সরকার দলের সশস্ত্র আক্রমন আতংকে নানা কৌশলে অবরোধ কর্মসূচীর বাস্তবতানে মাঠে তৎপর রয়েছে বিএনপি জামায়াত। আজ বৃহস্পতিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী বাইপাস এলাকায় টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। তবে এসময় পুলিশ উপস্থিতিতে লক্ষ করলে অজানা আতংকে সটকে পড়ে আন্দোলনকারীরা।
অপরদিকে, ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কে রাস্তয় গাছের...