বরিশালে বিরোধী দলের হরতালে দ্বিতীয় দিনেও দুর পাল্লার যানবাহন বন্ধ
বিএনপি ও সমমনা দল আহুত ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনেও বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ ছিল। আঞ্চলিক রুট গুলোতেও হাতে গোনা দু-একটি যানবাহন চললেও বরিশাল মানগরীর গন পরিবহনও যথেষ্ঠ সিমিত ছিল। হরতালের পক্ষে মহানগরীর কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে মিছিল করেছে বিএনপি’র কিছু নেতা কর্মী। পুরো নগরী যুড়ে সশস্ত্র পুলিশের সাথে আনসার সদস্যরা টহল অব্যাহত রয়েছে। এমনকি খোদ...