সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আগামী নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে আজ বিকেলে রাজধানীর ২৩ নম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন ।তিনি মনোনয়নপত্র জমা দান শেষে সাংবাদিকদের বলেন, “আমরা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি বলেন, আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল এবং গণতন্ত্রে বিশ্বাসী। তিনি বলেন, “আমরা নির্বাচনের মাধ্যমে...