সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া গ্রামে পানিতে পড়ে মামাতো ভাই মুনতাছিল (২) ও ফুপাতে বোন অফিফা (১) মৃত্যু হয়েছে। শনিবার সকােল ১০টার এ ঘটনা ঘটে।
নিহত মুনতাছিল ইছাপাড়া গ্রামের মাইনউদ্দিনের ছেলে অফিফা রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।
এলাকাবাসী জানান, পৌরসভার ইছাপাড়া গ্রামের মাইনউদ্দিন সকাল ১০টার দিকে তার ছেলে ও বোনের মেয়েকে নিয়ে দোকানে যাবে বাসা থেকে বের হয়। এ সময় মাইনউদ্দিন পুকুরের...