ফতুল্লায় এবার স্বর্ণের দোকানে দুর্র্ধষ ডাকাতি
ফতুল্লায় নৈশপ্রহরীদের বেধে রেখে একটি স্বর্ণের দোকানে দুর্র্ধষ ডাকাতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ নভেম্বর) ভোর রাতে ফতুল্লার দাপা পিলকুনি পাঁচতলা এলাকায় নিউ আলিফ জুয়েলার্সে।দোকানের কর্মচারী আসিফ হাসান জানান, দোকানের মালিক আল হাসান স্ত্রীর মামলায় বর্তমানের জেলহাজতে রয়েছে। তার অবর্তমানে তার বাবা জাহিদ মিয়া দোকানের দেখাশোনা করেন। গতরাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় বাহিরে দুটি শার্টারে ৭টি তালা দিয়ে রেখে...