আমিষের চাহিদা পুরনকারী ‘গরীবের গোসত’ খ্যাত ডালের সিংহভাগই উৎপাদন হচ্ছে বরিশাল কৃষি অঞ্চলে
‘গরীবের গোসত’ খ্যাত মানব দেহের আমিষের চাহিদা পুরনকারী ডাল ফসলের প্রায় ৪৫ ভাগই বরিশাল কৃষি অঞ্চল যোগান দিলেও আবাদ ও উৎপাদন বৃদ্ধির তেমন উদ্যোগ নেই। এমনকি দেশে উৎপাদিত খেশারী ও মুগ ডালের সিংহ ভাগেরই যোগানদার বরিশাল কৃষি অঞ্চলের কৃষিভ’মি ও উপক’লীয় চরাঞ্চল। কৃষি সম্প্রসারন অধিদপ্তর-ডিএই’র মতে দেশে ২৫ লাখ টনের বেশী চাহিদার বিপরিতে রবি ও গ্রীষ্ম মৌসুম মিলিয়ে ডাল জাতীয়...