লাঞ্ছনা বঞ্চনার অবসান ঘটলো চিলমারী রৌমারীবাসীর
শুধু বাংলাদেশের উপর পশ্চিমাদের চাপ নয়, বাংলাদেশেরও চাপ আছে পশ্চিমাদের উপর। আমরা স্বাধীন হয়েছি যুদ্ধ করে আলোচনার টেবিলে স্বাধীন হই নাই। এই দেশ অন্যদেশের কথায় চলবে না, জনগণের কথায় এবং সংবিধানের নিয়মে চলবে। নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কুড়িগ্রামে চিলমারী- রৌমারী নৌ রুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস উদ্বোধনে কালে তিনি সাংবাদিকের এসব বলেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে...