কালীগঞ্জে শিয়াল মারা ফাঁদে কৃষকের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছে। আব্দুল হামিদ উপজেলার গোপিনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে। শনিবাার সকাল ৭টার দিকে মাঠের একটি পুকুরের শিয়াল মারার জন্য ছড়িয়ে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়।
তবে, পুকুরের মালিক একই এলাকার খোারশেদ হোসেন বলছেন, শিয়াল ঠেকাতে একটি চিকন তার ছড়িয়ে রেখেছিলাম, এতে মানুষ মরার কথা নাা কিন্তু কিভাবে মারা গেল...