হিজলার হাবিবুল্লাহ’র পিএইচডি ডিগ্রি অর্জন
মোঃ হাবিবুল্লাহ, পিতাঃ মোশারফ হোসেন, মাতাঃ হাসনা ভানু, পোঃ কাউরিয়া বন্দর, থানাঃ হিজলা, জেলাঃ বরিশাল গত ১৩ আগস্ট ২০২২ তারিখে অনুষ্ঠিত ৯৭তম সিন্ডিকেট মিটিং এ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটনি বিভাগ থেকে প্রফেসর ড. শাহনাজ সরকার এর তত্ত্বাবধানে “রেসপন্স অব সিসামি জেনোটাইপস টু ওয়াটারলগিং” বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। উল্লেখ্য যে, উক্ত থিসিস এর একটি অংশ “Assessing the Response of...