গুলিস্তানে বিস্ফোরণঃ স্বপ্ন নিয়ে গিয়েছিলেন ঢাকায়, মতলবে ফিরলেন দু’খালাতো ভাই লাশ হয়ে!
স্বপ্ন নিয়ে গিয়েছিলেন ঢাকায়,মতলবে ফিরলেন দু’খালাতো ভাই লাশ হয়ে! মঙ্গলবার গুলিস্তানের ফুলবাড়িয়া সিদ্দিক বাজারের ভয়াবহ বিস্ফোরণে আপন খালাতো ভাই মানসুর(২৫)ও মোঃ আল-আমিন (২৩)নিহত হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরের মোশাররফ হোসেন মিয়াজীর ছেলে মানসুর ও পশ্চিম লালপুরের মোঃ বিল্লাল হোসেন বেপারীর বড় ছেলে ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মোঃ আল-আমিন (২৩)। তারা দু’জন আপন খালাতো ভাই।
বুধবার মতলব উত্তরে নিজ...