মাগুরার মেয়ে নিপুন রায়ের উপর হামলার প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে বিএনপির বিক্ষোভ
ঢাকায় বিএনপির সমাবেশে সন্ত্রাসীদের হামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাগুরার মেয়ে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে মাগুরার মহম্মদপুর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী।
শুক্রবার ২৬ মে রাত সোয়া সাতটার দিকে নেতাকর্মীরা উপজেলা সদরে ওই বিক্ষোভ করেন। পরে বাসস্টান্ড এলাকায় উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা বক্তব্য দেন। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।...