আদালতের নিদের্শের পর পুলিশ ম্যাজিষ্ট্রেটের নিদের্শকে উপেক্ষা করে বাড়ী নিমার্ণের কাজ চলছে।
“গায়ে মানে না আপনি মোড়ল।দেশের আইন আছে আদালত আছে পুলিশ ম্যাজিষ্ট্রেট আছেসকল কিছু উপেক্ষা করে বাড়ী ঘর নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছেন তিনি কোনো কিছুরই তোয়াক্কা করেন না।প্রবাদ বাক্যে আছে গায়ে মানে না আপনি মোড়লএ বাস্তব ঘটনাটি ঘটছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের বর্ম্মা গ্রামেমকবুল হোসেন ও আনিছুর রহমান গং এর সন্ত্রাসী কর্মকান্ড। তাদের বিরুদ্ধে ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট...