দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৩-৪ ডিগ্রী ওপরে
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় চৈত্রের অসল রূপে দক্ষিণাঞ্চলের রোজাদারদের কষ্ট সব বর্ণনার বাইরে। শণিবার বরিশালে তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রী সেলসিয়াসের কাছে উঠে যায়। ভোলা ও খেপুপাড়াতেও তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রী ছুতে চলেছে। যা স্বাভাবিকের প্রায় ৩-৪ ডিগ্রী সেলসিয়াস বেশী। বিদায়ী শীত মৌসুমে তাপমাত্রার পারদ স্বাভবিকের ৩ ডিগ্রী নিচে নামার পরে গ্রীষ্মের আগেই লাগামহীনভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে শিশু ও বয়োবৃদ্ধদের কষ্ট আর...