উলিপুরে গলায় খেঁজুর আটকে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে গলায় খেঁজুর আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার (২ এপ্রিল) সকালে নন্দু নেফরা এলাকায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকার সোলেমান মিয়ার ছেলে মনজিল মিয়া (৭) শুক্রবার (৩১ মার্চ) বিকালে খেঁজুর খাওয়ার সময় গলায় তা আটকে যায়। পরিবারের লোকজন তাকে...