সুশাষনের জন্য জনগনের তথ্য পাবার অধিকার অত্যন্ত অপরিহার্য -প্রধান তথ্য কমিশনার
দেশের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক বলেছেন, জনগনের যেকোন তথ্য পাবার বিষয়টি নিশ্চিত করতেই সরকার তথ্য অধিকার আইন করেছে। সুশাষনের জন্য যা অত্যন্ত অপরিহার্য। সময়ের সাথে সরকারী আধা সরকারী পর্যাযের সব কর্মকর্তা-কর্মচারীদের মানষিকতার পরিবর্তন করে জনগেনের কাছে সরকারী সেবা পৌছে দিতে তথ্য অধিকার আইন যথেষ্ঠ সহায়ক ভ’মিকা পালন করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বরিশালের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য...