গফরগাঁওয়ে রমজানের আগের দিনেই বাজারে আগুন
গফরগাঁও উপজেলা সদরসহ ১৫টি ইউনিয়নের ছোট-বড় হাটবাজার গুলোতে রমজানের আগের দিনেই বাজারে দ্রবাদির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এতে করে জনসাধারণ হিমসিম খেতে হচ্ছে । বৃহস্পতিবার দিনভর গফরগাঁও পৌর শহরের প্রধান বাজারে বেগুন ২০টাকা প্রতি কেজির স্থলে ১শত টাকা , কাঁচা মরিচ ৪০টাকার স্থলে প্রতি কেজির ১শত টাকা , রুই মাছ প্রতি কেজি ২শত ২০টাকার স্থলে ৩শত ৫০টাকা , গরুর...