পণ্যের গায়ে অগ্রিম তারিখ লিখায় কাপ্তাইয়ের রাইখালী বাজারে ভ্রাম্যমান অভিযান
রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালোনা করা হয়েছে। মঙ্গলবার দূপুর ১টা হতে ২টা পযন্ত রাইখালী বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালোনা করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট রুমন দে। তিনি জানান পণ্যের গায়ে অগ্রিম তারিখ লিখে রাখায় মুন ষ্টোরকে ভোক্তা অধিকার আইনে ৩হাজার টাকা ও বিক্রয় তালিকা না রাখায় মেসার্স অরুণ ষ্টোরকে ২হাজার টাকা জড়িমা আদায় করা হয়।এবং এ...