কটিয়াদীতে পাগলার ওরস এলাকায় ট্রেন না থামায় ভক্তদের হামলা সহকারি চালক আহত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মন্ডলভোগ গ্রামে আব্দুর রহমান উরুফে রহমান পাগলার মাজার রয়েছে। প্রতি বছর চৈত্র মাসের প্রথম রোববার একরাতের ওরস অনুষ্ঠিত হয়। সেখানে দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে। গতকাল রাতে কিশোরগঞ্জগামী এগারসিন্ধু গোধূলি ট্রেনে ওরসে আগত অনেক ভক্তছিল। পাগলার মাজার মন্ডলভোগ এলাকা অতিক্রম করার সময় ভক্তরা ট্রেন থামানোর চেস্টা করে। কিন্তু চালক ট্রেন না থামিয়ে মানিকখালী স্টেশনে চলে আসে।...