রাজশাহীতে প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন
রাজশাহীর পবায় নার্সারির একটি পুকুরে গড়ে তোলা হয়েছে মহাবিপন্ন জলজ প্রাণী ঘড়িয়ালের। দেশে প্রথমবারের মতো চালু হলো প্রজনন কেন্দ্র। এই কেন্দ্রটি, পরিচালিত হচ্ছে সামাজিক বন বিভাগের অধীনে। গতকাল গাজীপুর সাফারি পার্ক থেকে এনে একটি পুরুষ ও একটি স্ত্রী ঘড়িয়াল অবমুক্ত করা হয় সেখানে। বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী এ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন।
তিনি বলেন, নদী দূষণ, নাব্যতা...