বার মালিকদের ক্ষোভ বিদেশি অতিথিদের মধ্যে আতঙ্ক
রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে টাইগার বারে র্যাবের অভিযান নিয়ে ক্ষোভ বিরাজ করছে বৈধ বার মালিকদের মধ্যে। তাদের দাবি, নিরাপদ জোনের বৈধ বারগুলোতে বেশিরভাগ কাস্টমার বিদেশি। কূটনৈতিক, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, দেশি বিদেশি বড় বড় ব্যবসায়ীদের যাতাযাত এসব বারড়গুলোতে। কিন্তু হরহামেশাই আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে র্যাবের এ ধরনের অভিযানের নামে তান্ডবে বিদেশি অতিথিরা বারগুলোতে যেতে অনিহা প্রকাশ করবে। বার মালিকদের আশঙ্কা এতে করে...