পছন্দমতো মাছের টুকরো, গ্রাম হিসেবে মাংস কেনা যাচ্ছে সুপার শপে
নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বাজারে আগুন। সাধ্যের মধ্যে পছন্দের বাজার করা যেন কঠিন হয়ে উঠছে দিনদিন৷ এমন অবস্থায় বেশি কষ্টে আছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন। পরিস্থিতি এমন হয়েছে যে আস্ত মাছ, মুরগি কেনা অসম্ভব হয়ে পড়ছে।।কারণ দুই মুরগীর দামে কেনা যাচ্ছে মাঝারি আকারে৷ একটি মুরগী। এমন অবস্থায় বিপাকে পড়া ক্রেতাকে স্বস্তির খবর দিচ্ছে সুপার চেইনশপ `আমানা বিগ বাজার`।
প্রয়োজন যতটুকু, বাজার...