আওয়ামী লীগই তো বলেছিল তত্বাধয়ক সরকার ছাড়া কোন নির্বাচন সুষ্ঠু হবেনা - কক্সবাজারের মানববন্ধনে নজরুল ইসলাম খান
আওয়ামী লীগই তো বলেছিল তত্বাধয়ক সরকার ছাড়া কোন নির্বাচন সুষ্ঠু হবেনা। তত্বাধয়ক সরকারের অধিনে নির্বাচন দিতে এখন কিসের ভয়। দেশের মানুষের সম্পদ লুটপাট করে দলীয় কিছু লোকের উন্নয়নের জন্য দিনের ভোট রাতে নিয়ে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আবারো তারা সেই সুয়োগ নিতে চায়। দেশের মানুষ জেগেছে সেই সুযোগ আওয়ামী লীগকে আর দেয়া হবেনা। কক্সবারে মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল...