হিলিতে লোহার খনির কূপ খননের উদ্বোধন
বিশ্বের কয়েকটি দেশে লোহার খনি আবিষ্কার হলেও বাংলাদেশে এটিই প্রথম হিলি মনসাপুর ৫ বগ কিলোমিটার আয়তনের এই লোহার খনিতে ৬২৫ মিলিয়ন মে:টন লোহা মজুত রয়েছে যা সারাদেশের ৩০ বছরের লোহার ঘাড়তি মেটাবে এই খনি থেকে।এই লোহা খনি থেকে লোহা উত্তোলন হলে এই উপজেলাসহ দেশের জীবন মানউন্নয়নের চিত্র পাল্টে যাবে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে...