বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারে আগুন : নিহত ২
নগরীর কীর্তনখোলা নদীর চাঁদমারী এলাকায় একটি তেল বহনকারী ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। এতে ট্যাংকারটির চারজন স্টাফ অগ্নিদগ্ধ হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদমারী এলাকায় কীর্তনখোলা নদীতে তেল বহনকারী ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় ও চারজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই চারজন স্টাফ এখন পর্যন্ত সুস্থ রয়েছে।...