মাগুরার শালিখা থানা পুলিশের অভিযান
মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার টিয়োর খালী গ্রামের হাসান মন্ডলের বাড়ী থেকে ২ হাজার ৫ শ` কেজি ভিজি এফ এর সরকারি চাল উদ্ধার করেছে।এ সময় আবুল কালাম, বাড়ীর মালিক করিমন চালকহাসান মন্ডল ও দিঘোল গ্রামের করিমন চালক খয়ের কে আটক করে পুলিশ। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, ওসি তদন্ত মিলোন কুমার ঘোষ,শালিখা পিআইও...