মহিপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১
পটুয়াখালীর মহিপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় কুয়াকাটার নিমাই মাতুব্বর(৪৫) নামের এক রাখাইন যুবকের মৃত্যু হয়েছে।এসময় গুরুতর আহত হয়েছেন থয়ং চিং নামের অপর এক রাখাইন যুবক।আহতকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। তার অবস্হা আশঙ্কা জনক।
নিহত ঐ যুবক কুয়াকাটা পৌরসভার মংথেপাড়া গ্রামে লোমো মাতুব্বরের ছেলে এবং গুরুতর আহত যুবক ধুলাসার ইউনিয়নের বৌলতলী পাড়া গ্রামের থিয়েটার চাচানের ছেলে।বুধবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ৮ টায়...