কাপ্তাইয়ে স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা
রাঙ্গামাটি কাপ্তাইয়ে তালপট্টি কোলনীতে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে স্বামী আত্মহত্যা করেছে। সোমবার(২৪এপ্রিল)সকাল সাড়ে ৬টায় শিল্পএলাকার নিজ বাসা হতে স্ত্রীর ওড়না পেঁচানো লাশ উদ্বার করেছে পুলিশ।আত্মহত্যাকারী এম এচ বেলাল(৩৬) সাবেক কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি পদে ছিল । সে বিএফআইডিসি একজন অস্থায়ী শ্রমিক পদে কর্মরত ছিল। বেলাল ৪নং ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বসবাসকারী আবুল খায়ের ছেলে। এলাকা সুত্র জানাযায় দীর্ঘ...