বাপায় ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম
২৫ জুলাই ২০২৩, ০৮:৪৮ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
বাংলাদেশ এ্যাগ্রো-প্রসেসরস' এ্যাসোসিয়েশনে (বাপা) ভোটার তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। যেসব কারণ বা সমস্যার কথা উল্লেখ করে ৩৩ জন ভোটার বাদ দেয়া হয়েছে, ঠিক একই সমস্যা ও আপত্তি থাকার পরও ২২ জনের সদস্যপদ চূড়ান্ত ভোটার তালিকায় বহাল রাখা হয়েছে। এছাড়া ভুয়া কাগজপত্র দিয়ে কেউ কেউ ভোটার হওয়ার সুযোগ পেলেও বাদ পড়ছেন প্রকৃত ব্যবসায়ীরা। এ অবস্থায় আবারো নির্বাচন ঝুঁলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, এই পক্ষপাতিত্বের পেছনে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের কারসাজি, অনিয়ম ও গভীর ষড়যন্ত্র রয়েছে। এছাড়া বাপার কয়েকজন অফিস কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। সংগঠনটির ২০২৩-২৫ মেয়াদি কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচন সামনে রেখে এই অনিয়ম করা হয়। এতে করে প্রকৃত ব্যবসায়ীরা বাদ পড়লেও ভুয়া কাগজপত্র দাখিল করে অনেকেই ভোটার হওয়ার সুযোগ নিয়েছেন। ফলে এ খাতের সঠিক ও যোগ্য উদ্যোক্তারা বাপায় নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, বিভিন্ন কারণ দেখিয়ে প্রাথমিক ভোটার তালিকা থেকে বাপার ৩৩ জন সাধারণ সদস্যকে বাদ দেয়া হয়। এরা হলেন, আর এম পি ম্যানুফ্যাকচার প্রাইভেট লিমিটেডের রাজু আহমেদ, মুহিত ইন্টারন্যাশনালের নুরজাহান বেগম, বিউটি ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেডের গুলশান পারভীন, প্লাটিনাম ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেডের মো. নিজাম উদ্দীন চৌধুরী, বেঙ্গল এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হুমায়ন কবির, আরিফ এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের মো. শরিফুল ইসলাম প্রমুখ।
টিআইএন সার্টিফিকেট ভেরিভায়েড না হওয়া, আয়কর রিটার্নের কপি দাখিল না করা, বাৎসরিক ফি বকেয়া, কোম্পানির সভার কার্যবিবরনী দাখিল না হওয়ার কারণ দেখিয়ে এসব সদস্যকে বাদ দিয়েছে নির্বাচন বোর্ড।
আবার গত ২০২২-২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল না করেও চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ২২ প্রতিষ্ঠানের প্রতিনিধি। এসব প্রতিষ্ঠান হচ্ছে-আজমী ফুডস লিমিটেড, বেঙ্গল বিস্কুট লিমিটেড, কিশোয়ান এ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড, বিডি থাইফুড এ্যান্ড বেভারেজ, কেয়ার নিউট্রিশন লিমিটেড, ইউনিপেক্স ট্রেড করপোরেশন, ইউরোশিয়া ফুড প্রসেসিং বিডি লিমিটেড প্রভৃতি। আবার ভুয়া কাগজপত্র দাখিল করে ভোটার হয়েছেন কে এন এ্যাগ্রো প্রসেসর, ফারহান এ্যাগ্রো প্রসেসর, হীফস এ্যাগ্রো ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান। অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পরও বাংলা এ্যাগ্রো ফুড এক্সচেঞ্জসহ কয়েকটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে নির্বাচন আপিল বোর্ডে অভিযোগকারী নূরুল মঈন মিনু বলেন, ভুয়া ভোটারদের বাদ দেয়ার ব্যাপারে একাধিক অভিযোগ করা হলেও আপিল বোর্ড একটি আপত্তিও গ্রহণ করেনি। উপরন্তু অবৈধ ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে এ খাতের প্রকৃত উদ্যোক্তাদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। প্রতিবছর নবায়ন ফি না দেয়া প্রতিষ্ঠান, এমনকি বেশ কয়েকটি কোম্পানির বেতনভুক্ত কর্মচারীরাও বাপার ভোটার হয়েছেন। যা বাণিজ্য সংগঠন আইন ও বাপার গঠনতন্ত্র বিরোধী। তিনি জানান, বাপার নির্বাচন আপিল বোর্ড ও নির্বাচন বোর্ডের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। অন্যথায় প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। সংগঠনটিতে প্রশাসক নিয়োগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এতে এই শিল্পখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা কোন সেবা পাচ্ছে না। ভুয়া ভোটার বাদ দিয়ে প্রকৃত ব্যবসায়ীদের সুযোগ দেয়া না হলে পরিস্থিতি আরও জটিল হবে।
উল্লেখ্য, বাপার প্রশাসক হিসেবে কাজ করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিনাত রেহানা, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমেদকে। এছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন যুগ্মসচিব দাউদুল ইসলাম। এছাড়া বাপার নির্বাচনের পুরো বিষয়টির দিকে নজর রাখছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) মো. হাফিজুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, বাপাসহ সকল বাণিজ্য সংগঠনে স্বচ্ছ নির্বাচনে আমরা (সরকার) আন্তরিক। বাণিজ্য সংগঠনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সঙ্কটের কারণে প্রশাসক নিয়োগ দেয়া হয়। বাপায় স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দেয়া হবে। এক্ষেত্রে কোন অনিয়ম, পক্ষপাতিত্ব হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
উল্লেখ্য, বাপার চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ২৪৭ জন সদস্য। আগামী ২ সেপ্টেম্বর পরিচালনা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত।
বিভাগ : ব্যবসা-বাণিজ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা
উত্তরায় মা ও শিশুর গায়ে এসিড ছুড়ে স্বর্ণালংকার লুট
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক
ভূমি সেবা সংক্রান্ত ৫টি সফটওয়্যারের নতুন সংস্করণ চালু হচ্ছে ডিসেম্বরে : ভূমি সচিব
পার্থে টেস্টের তৃতীয় দিনে দলে যোগ দেবেন রোহিত
দখলদারিত্বভিত্তিক গতানুগতিক ছাত্ররাজনীতি করবে না ছাত্রদল: সাধারণ সম্পাদক নাছির উদ্দিন
বইমেলায় ‘সঠিক নিয়মে হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’-এর মোড়ক উম্মোচন
ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা