ডিজিটাল প্রযুক্তির প্রাপ্যতায় একযোগে কাজ করার আহ্বান বিমসটেকের
২৩ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৩ জুন ২০২৪, ১২:০৪ এএম
গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট (জিডিসি) সংক্রান্ত আঞ্চলিক পরামর্শ সভায় বক্তারা আজ বিমসটেক সদস্য দেশগুলিকে নিজ দেশের ও দেশগুলোর মধ্যে ডিজিটাল প্রযুক্তি প্রাপ্তিতে বৈষম্য নিরসনে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এবং বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সচিবালয় রাজধানীর একটি হোটেলে জিডিসি বিষয়ে দুই দিনের আঞ্চলিক পরামর্শের আয়োজন করে।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জিডিসি’র গুরুত্ব তুলে ধরেন। তিনি কাউকে পেছনে না ফেলে, অন্তর্ভুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে ডিজিটাল অবকাঠামো ও অর্থনীতিতে অধিকতর প্রবেশাধিকারের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
এই সভাটির লক্ষ্য হলো- নিউইয়র্কে জাতিসংঘে জিডিসি’তে চলমান আলোচনায় একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বরকে সোচ্চার করে অভিন্ন উদ্দেশ্য ও প্রাসঙ্গিক অগ্রাধিকারগুলি চিহ্নিত ও প্রচার করা। সভায় বিমসটেক সদস্য দেশগুলির প্রাসঙ্গিক সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞদের পাশাপাশি ইউএন-ইএসসিএপি ও বিমসটেক সচিবালয়ের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
বিমসটেক মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পান্ডে একটি উন্মুক্ত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ল্যান্ডস্কেপ প্রচারের জন্য সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি জিডিসি’কে উদীয়মান প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি ও সাইবার নিরাপত্তা ইত্যাদি মোকাবেলায় দেশগুলি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়, তা আরও ভালভাবে বুঝতে পরস্পরকে সহায়তা করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জাতিসংঘের মহাসচিব ও প্রযুক্তি বিষয়ক তার দূতকে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ভবিষ্যৎ শীর্ষ সম্মেলনে জিডিসি’র ধারণা চালু করার জন্য এবং এটি গ্রহণের বিষয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক ও বিমসটেক) আব্দুল মোতালেব সরকার বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর জন্য জিডিসি’র মধ্যে পারস্পরিক স্বার্থের কিছু ক্ষেত্র তুলে ধরেন। বাংলাদেশ প্রতিনিধিদল এ পর্যন্ত গ্লোবাল কমপ্যাক্টে অন্তর্ভুক্ত করার যে পরামর্শগুলো দিয়েছে, সে বিষয়ও তিনি উল্লেখ করেছেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল আশা প্রকাশ করেন, এই সভা একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ নিশ্চিত করার উপায় খুঁজে বের করবে এবং বেসরকারি খাত ও অন্যান্য অংশী-জনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আইসিটি শিল্পে উদ্ভাবন চালাবে।
বিভাগ : ব্যবসা-বাণিজ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা
উত্তরায় মা ও শিশুর গায়ে এসিড ছুড়ে স্বর্ণালংকার লুট
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক
ভূমি সেবা সংক্রান্ত ৫টি সফটওয়্যারের নতুন সংস্করণ চালু হচ্ছে ডিসেম্বরে : ভূমি সচিব