ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও সরকারকে বেকায়দায় ফেলতেই শ্রমিক আন্দোলন

Daily Inqilab সাভার থেকে সেলিম আহমেদ

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

হঠাৎ করেই তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের কারন অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতার পালাবদলে ঝুট ব্যবসা দখল ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের অনুসারীদের মাধ্যমে নৈরাজ্যসৃষ্টি করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করা হচ্ছে। শ্রমিক সংগঠনের নেতারাও বলছে, একই কথা। এদিকে রাতে যৌথবাহিনীর অভিযানে শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারী ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, আটককৃতদের মধ্যে দুইজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া করে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে। ওসি বলেন, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় অস্থিরতা সৃষ্টি করছে একটি চক্র। যারা বিগত সরকারের (আওয়ামীলীগ) আমলেও এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া করে তারাই পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে। শ্রমিক নেতারা বলেন, আন্দোলনকারী শ্রমিকরা যেসকল দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করেছে তার কোন যুক্তি খুঁজে পাওয়া যায়নি। তবে যে হামলাকারীরা শ্রমিকদের উস্কে দিচ্ছে তারা স্থানীয় আওয়ামীলীগ নেতাদের অনুসারী। গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষের কারনে বুধবারও আশুলিয়া ৮০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকল থেকে কারখানায় স্বাভাবিকভাবে কাজ করেছে শ্রমিকরা। তবে ২/১টি কারখানায় শ্রমিক অসন্তোষ থাকলেও শিল্প পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে দ্রুত স্থান ত্যাগ করেন আন্দোলনকারীরা। খোঁজ নিয়ে জানা গেছে, হঠাৎ করে শুরু হওয়া এই শ্রমিক আন্দোলনের নেপথ্যে কলকাঠি নাড়ছে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মুরাদ জং এবং আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের অনুসারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশত্যাগ করায় তারাও আত্মগোপনে চলে যায়। এরপর ছাত্র হত্যার ঘটনায় জড়িত থাকায় একের পর এক মামলায় তাদের আসামী করা হয়। তবে সাইফুল ও মুরাদ জং আত্মগোপনে থাকলেও তাদের অনুসারীরা বিভিন্ন পরিচয়ে ঘুরে বেড়াচ্ছে ও পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টি করছে। শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন কারখানায় মুরাদ জং এর অনুসারী ইব্রাহিম, বিএনপির আব্দুল হাই, শহিদুলসহ তাদের আরও কয়েকজন ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। মোটরসাইকেল মহড়া দিয়ে কারখানার সামনে আতংক সৃষ্টি শ্রমিক উস্কানি দিচ্ছে এমন কথাও শুনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া এলাকার একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা-গেছে, বিগত শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয় নেতা যারা ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করত এবং শিল্প এলাকায় চাঁদাবাজি করত তাদের সঙ্গে যুক্ত হয়েছে সরকার পতনের পর নতুন চাঁদাবাজরা। মূলত শিল্প এলাকায় ঝুট ব্যবসা ও চাঁদাবাজি নিজের নিয়ন্ত্রণে রাখতেই শ্রমিকদের উস্কে দেওয়া হচ্ছে। বিভিন্ন শ্রমিক ও শ্রমিক নেতাদের সাথে কথা বলে জানা গেছে, শ্রমিকদের উস্কে দিয়ে যে আন্দোলন হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে শ্রমিকরাও কিছু দাবী আদায় করে নেয়ার চেষ্টা করছে। তারা এখন দাবি তুলেছেন-নারী-পুরুষ সমান হারে নিয়োগ দিতে হবে। এ ছাড়া শিল্প মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের যে ডাটাবেজ বা তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছিল সেখান থেকে অনেক শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হয়েছে। শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার এই প্রক্রিয়া বাতিলের দাবিও তুলছেন আন্দোলনকারীরা। কয়েক মাস আগে গার্মেন্টস খাতের শ্রমিকদের যে নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে, এখন আবার নতুন করে মজুরি বাড়ানোর দাবিও তুলেছেন। এ ছাড়া বেশ কয়েকটি কারখানায় কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। এসব কারখানার শ্রমিকরাও আন্দোলনে নেমে দাবী আদায়ের চেষ্টা করছে। তবে শ্রমিক নেতারা বলছেন, এসব ছোটখাটো দাবীর আড়ালে আসলে সুবিধাভোগী গ্রুপ শ্রমিকদের উসকে দিয়ে রাস্তায় নামাচ্ছে। শারমিন গ্রুপের শ্রমিক মোরশেদা বেগম বলেন, আমাদের কারখানায় বহিরাগতরা হামলা চালিয়ে ভাংচুর করে শ্রমিকদের বের করে নেয়। অল্প বয়সের হামলাকারীরা ‘কিশোর গ্যাং’ সদস্য। তারা সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের লোক। তার অনেক মিছিল সমাবেশে তাদের দেখা গেছে। আর এই আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে শারমিন গ্রুপের কিছু শ্রমিক ২০ দফা একটি দাবী পেশ করে বিক্ষোভ করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য দাবী হচ্ছে আন্দোলনকৃত কোন শ্রমিককে চাকুরী থেকে বাদ দেওয়া যাবে না, পুরাতন ম্যানেজমেন্টকে চাকুরী থেকে বাদ দিতে হবে, কোন শ্রমিক ভাই বোনের উপর কোম্পানি কোন রকম অযথা আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়ের্টাস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, বিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম ও মুরাদ জং’র অনুসারীরা তৈরি পোশাক শিল্পের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করত, তারাই এখন বিএনপির স্থানীয় নেতা ও কর্মীদের সাথে মিশে সক্রিয় হচ্ছে। শিল্প এলাকায় নিজেদের প্রভাব বিস্তার করতে চাচ্ছেন নতুন করে। এ ছাড়া সরকার পতনের পর নতুন কিছু চাঁদাবাজ সক্রিয় হয়েছে। এই নতুন-পুরোনো চাঁদাবাজরা শিল্প এলাকায় নিজেদের কর্তৃত্ব ও দখলদারিত্ব নিতে শ্রমিকদের উসকে দিয়ে পোশাক শিল্পে অস্থিরতা করতে চাচ্ছে। তাই আমরা যারা শ্রমিক নেতৃত্বে আছি তারা, সাধারণ শ্রমিকদের বুঝানোর জন্য একটা সভা সমাবেশ করবো সেই পরিস্থিতিও নেই। নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়ার একটি তৈরী পোশাক কারখানার উদ্ধর্তন এক কর্মকর্তা বলেন, নভেম্বরে বেতন বাড়ানো হয়েছে, শ্রমিকদের কোন দাবীদাওয়া নেই। তাহলে শ্রমিকরা কেন আন্দোলন করছে। পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টির পিছনে ভারতের কোন চক্রান্ত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, পোশাক শিল্পে অস্তিরতা সৃষ্টিকারীদের খুজে বের করে তাদের আটকের চেষ্টা চলছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়ের্টাস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শারমিন গ্রæপে আমাদের সংগঠনের এক সদস্য কাজ করে। সে বলেছে এই কারখানায় আওয়ামীলীগের লোকজন হামলা করে শ্রমিকদের উস্কে দিয়ে কারখানা থেকে বের করে নিয়ে আসে। পলাশাড়ী এলাকার গিল্ডেন এ্যাপারেলস কারখানায়ও একই ঘটনা ঘটেছে। ওই কারখানার শ্রমিকরা জানেই না কর্তৃপক্ষের কাছে ১০ দফা দাবী কে দিয়েছে। তাদের দাবীর মধ্যে উল্লেখযোগ্য দুটি দাবী ছিল এখন যারা শ্রমিক আন্দোলন করছে তাদের ছাটাই করা যাবে না। এছাড়া চাকুরীরত শ্রমিকদের ১০ বছরের আগে ছাটাই করতে পারবে না কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, দ্রব্যমূল্যের দাম বাড়লেও শ্রমিকদের মজুরী বাড়েনি। ঘর ভাড়া, জীবন যাত্রার ব্যয় সব কিছু বেড়েছে। যার কারণে শ্রমিকরা যা বেতন পাই তা দিয়ে শ্রমিকদের একার পক্ষে চাকুরী করে পরিবার পরিজন নিয়ে জীবন ধারণ করা সম্ভব হচ্ছেনা। তাই স্বামী-স্ত্রী বা নারী-পুরুষ সমান ভাবে কাজ করতে চায়। নারী ও পুরুষ শ্রমিক দুজন যদি চাকুরীর প্রত্যাশায় আসে তাহলে গার্মেন্ট মালিকরা নারী শ্রমিককে নিয়োগ দেন। তাই পুরুষ শ্রমিক চাকুরী না পেয়ে বেকার থাকতে হচ্ছে এবং তার স্ত্রীর আয়ের উপর নির্ভর থাকতে হচ্ছে। যার কারনে পুরুষ শ্রমিকরা চাকুরী চেয়ে কারখানার গেইটে বিক্ষোভ করলে তাদের বিক্ষোভে সমর্থন দিচ্ছে কারখানার ভিতরে থাকা নারী-পুরুষ উভয় শ্রমিকরা। স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আল কামরান বলেন, হঠাৎ করে রাজনীতির পালাদল, ঝুট ব্যবসা দখল শ্রমিক অসন্তোষের কারন। আওয়ামীলীগ সরকারের পদত্যাগের পর তাদের ঝুট ব্যবসা বিএনপি নেতাকর্মীরা নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠে। তখন স্থানীয় আওয়ামীলীগের অনুসারীরা ঝুট ব্যবসা না পেয়ে শ্রমিক উস্কে দিচ্ছে। কামরান বলেন, আমরা শ্রমিকদের নিয়ে আন্দোলন করি মজুরী বৃদ্ধির জন্য, কিন্তু ডংলিয়ান ফ্যাশন (বিডি) লিমিটেড, নাসা গ্রæপসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা যে দাবী তুলে আন্দোলন করছে তার কোন যুক্তি খুজে পাই নাই। এসব কারখানা ভাংচুর ও ইটপাটকেল যারা নিক্ষেপ করেছে তারা ছোট ছোট ছেলে ‘কিশোর গ্যাং’ গ্রæপের। এই গ্রæপটি সাবেক সংসদ সদস্য মুরাদ জং ও সাইফুল ইসলামের অনুসারী। তাদের লোকজন গামের্ন্টস সেক্টরে নৈরাজ্য সৃষ্টি করে অর্ন্তবতীকালিন এই সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।

শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে আটক ১৪ : পোশাক শিল্পসহ অন্যান্য খাতের শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে যে অস্থিরতা দেখা দিয়েছে তার ইন্ধনদাতাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়ছে। সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযানে এপর্যন্ত ১৪জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ও রাতের বিভিন্ন সময়ে শিল্পাঞ্চল আশুলিয়া এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাংচুরের সাথে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং ৩ জনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাই-বাছাই চলছে। আটককৃতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মোখলেসুর রহমান (৬০) ও ফজলুল হকের ছেলে আবু হানিফ মিয়া (৪৭)।


বিভাগ : ব্যবসা-বাণিজ্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশে ব্যবসার অনুমতি পেয়েছে ইলন মাস্কের স্টারলিংক
ডিএসই, সিএসই এবং পিএসএক্স’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ইবিএফসিআইয়ের পরিচালক হলেন শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন-মাকসুদা দম্পতি
বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক আনল রিভো
তরুণ শিক্ষার্থীদের সম্ভাবনা অর্জনে মেন্টরিং করবেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিনিয়র নেতারা
আরও
X

আরও পড়ুন

নদীতে অভিযানের জেরে ভাসমান জেলে পাড়াতে হামলার অভিযোগ, শিশুসহ আহত ৩

নদীতে অভিযানের জেরে ভাসমান জেলে পাড়াতে হামলার অভিযোগ, শিশুসহ আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে গলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে গলিত লাশ উদ্ধার

গাজাবাসীর হরতালে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পূর্ণ সমর্থন

গাজাবাসীর হরতালে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পূর্ণ সমর্থন

ঈদ পূর্ণমিলনীতে শেখ হাসিনার সেই নিষ্ঠুর শাসনের স্মৃতিচারণে আবেগাপ্লুত সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা

ঈদ পূর্ণমিলনীতে শেখ হাসিনার সেই নিষ্ঠুর শাসনের স্মৃতিচারণে আবেগাপ্লুত সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা

কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অভিমত সংস্কার প্রস্তাবে বিএনপি’র মতামত ইতিবাচক

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অভিমত সংস্কার প্রস্তাবে বিএনপি’র মতামত ইতিবাচক

“তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন”

“তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন”

সরাইলে তিন মাতালকে কারাদণ্ড

সরাইলে তিন মাতালকে কারাদণ্ড

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

কুষ্টিয়ায় ভাতের হোটেলের আড়ালে যৌনতা, পুড়িয়ে দিলেন এলাকাবাসী

কুষ্টিয়ায় ভাতের হোটেলের আড়ালে যৌনতা, পুড়িয়ে দিলেন এলাকাবাসী

জকিগঞ্জে যুব জামায়াতের সেক্রেটারির উপর হামলার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি

জকিগঞ্জে যুব জামায়াতের সেক্রেটারির উপর হামলার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি

ভারতের ওয়াক্ফ সংশোধন বিল অবিলম্বে বাতিল করতে হবে: পীর ছাহেব, ছারছীনা

ভারতের ওয়াক্ফ সংশোধন বিল অবিলম্বে বাতিল করতে হবে: পীর ছাহেব, ছারছীনা

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা

আধুনিক 'ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে সরকার

আধুনিক 'ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে সরকার

ভর্তি বাণিজ্য : সাবেক সচিব মোরশেদ ও আইডিয়ালের অধ্যক্ষসহ আসামি ১১

ভর্তি বাণিজ্য : সাবেক সচিব মোরশেদ ও আইডিয়ালের অধ্যক্ষসহ আসামি ১১

ড. ইউনূসের বলিষ্ঠ পররাষ্ট্রনীতি : এব্যাপারে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে

ড. ইউনূসের বলিষ্ঠ পররাষ্ট্রনীতি : এব্যাপারে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের নেতৃত্বে বাদল-তৌহিদ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের নেতৃত্বে বাদল-তৌহিদ

হজ্ব যাত্রীদের হয়রানী করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-  ধর্ম উপদেষ্টা

হজ্ব যাত্রীদের হয়রানী করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- ধর্ম উপদেষ্টা

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে কাল সিলেটে ছাত্র-জনতার প্রতিবাদ মিছিল

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে কাল সিলেটে ছাত্র-জনতার প্রতিবাদ মিছিল

মাগুরায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

মাগুরায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু