এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপনের যোগসাজসে ধারের টাকায় আগ্রাসী বিনিয়োগ, আটকে দিল বাংলাদেশ ব্যাংক
১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম

গ্রাহককে টাকা দিতে না পারার মতো পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সুদের ভিত্তিতে ১ হাজার কোটি টাকা বিশেষ ধার নিয়েছে শরীয়াহ্ভিত্তিক এক্সিম ব্যাংক। এমন তারল্যসংকটেও বড় ঋণ বিতরণ থেকে বিরত থাকছে না ব্যাংকটি। সম্প্রতি পুরোনো গ্রাহক নিপা এন্টারপ্রাইজকে ৪৮০ কোটি টাকা ঋণ ছাড়ের যাবতীয় আয়োজন চূড়ান্ত করে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। এর নেপথ্যে রয়েছে এক্সিম ব্যাংকের নবগঠিত বর্তমান পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন । বিষয়টি নজরে এলে একক গ্রাহককে এত বড় ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংক কর্মকর্তা জানায়, নতুন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন তার দাপট জানান দেওয়ার জন্য এমডিকে নির্দেশ প্রদান করে এই ঋন যেন দ্রুত দেওয়া হয় । এ নিয়ে খোদ ব্যাংকের বিতরেই তুমুল বিতর্কের সৃষ্টি হয় এরপরই বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়ে তা বন্ধ করে দেই । সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক্সিম ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় একক গ্রাহককে এত বড় ঋণ বিতরণ আটকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত সীমার বাইরে ঋণ বিতরণের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকের জন্য যে ঝুঁকি সৃষ্টি করছে, এ নিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে কর্তৃপক্ষকে। এক্সিম ব্যাংক দীর্ঘদিন ধরে অ্যাডভান্স ডিপোজিট রেশিও (এডিআর) বা ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও (আইডিআর) সীমার অতিরিক্ত ঋণ দিয়ে আসছে। কিন্তু সেই হারে ঋণ আদায় করতে পারছিল না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক্সিম ব্যাংকের বর্তমান আইডিআর সীমা ১০২ শতাংশ ছাড়িয়েছে। অর্থাৎ ব্যাংকটি ১০০ টাকা আমানতের বিপরীতে ইতিমধ্যে ১০২ টাকা বিনিয়োগ করেছে। এটি নির্ধারিত সীমার চেয়ে বেশি, যাকে ব্যাংকিংয়ের পরিভাষায় আগ্রাসী বিনিয়োগ বলা হয়। ঝুঁকি বিবেচনায় শরিয়াহ ব্যাংক ১০০ টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯২ টাকা বা ৯২% ঋণ বিতরণ করতে পারে। আগ্রাসী ঋণ বিতরণের বিষয়ে জানতে চাইলে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, শরিয়াহ ব্যাংকিং হিসাবে আমরা বিনিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করি। বড় ঋণ বিতরণে নীতিমালার বিভিন্ন দিক সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হয়। নিপা এন্টারপ্রাইজের অনুকূলে বিনিয়োগের সিদ্ধান্ত ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক গ্রাহকের স্বার্থে আগ্রাসী ঋণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাই শেষ পর্যন্ত এই গ্রাহকের অনুকূলে ঋণ বিতরণ করা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, তারল্যসংকটের চাপ সামলাতে এক্সিম ব্যাংককে ১০ দশমিক ৫০ শতাংশ সুদে ৯০ দিনের জন্য ১ হাজার কোটি টাকার বিশেষ ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির প্রচলিত পদ্ধতিতে ঋণের সব টুল (বন্ড, সুকুক প্রভৃতি) ব্যবহারের মাধ্যমে আগেই ধার নেওয়ার সীমা শেষ হয়েছে। এ জন্য ব্যাংকটিকে ডিমান্ড প্রমিসরি (ডিপি) নোটের বিপরীতে নতুন করে ১ হাজার টাকা ছাপিয়ে ধার দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক অর্ডারের ১৬ (৪) (ডি) ধারা ও ১৭ (১) (বি) ধারা অনুযায়ী, ৯০ দিন মেয়াদে এ বিশেষ ধার দেওয়া হয়। সূত্র জানায়, সাধারণভাবে এ ধরনের ব্যাংক প্রচলিত সুদভিত্তিক রীতিতে টাকা ধার নিতে পারে না। তবে বাংলাদেশ ব্যাংক বিদ্যমান নিয়মে ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ হিসেবে সুদভিত্তিক বিশেষ ধার দিতে পারে। এ ক্ষেত্রে ঋণের বিপরীতে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটিতে (এসএলএফ) সাড়ে ১০ শতাংশ সুদহার প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক অর্ডারের ১৬ (৪) (ডি) ধারা ও ১৭ (১) (বি) ধারা অনুযায়ী, ৯০ দিন মেয়াদে এ অর্থ দেওয়া হয়। ব্যাংকিং পরিভাষায় যা ওভারনাইট ঋণসুবিধা হিসেবে বিবেচিত। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, এক্সিম ব্যাংকের আগ্রসী ঋণ আটকে দেওয়া হয়েছে। কারণ, এ ধরনের ঋণ গ্রাহকের ঝুঁকি সৃষ্টি করে। আর বিশেষ ব্যবস্থায় ১ হাজার কোটি টাকার ঋণের পেছনে যৌক্তিক কারণ রয়েছে। কিন্তু ঋণ করার পরেও বড় ঋণ অনুমোদন কাম্য নয়।
উল্লেখ্য, নিয়মনীতি, ব্যবস্থাপনাগত ত্রুটি, পরিচালনা দক্ষতা, তারল্য এবং খেলাপি প্রভৃতি অবস্থা বিবেচনায় ইয়েলো জোনে রয়েছে এক্সিম ব্যাংক। আর ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, সম্পদের মান, ব্যবস্থাপনা, উপার্জন ক্ষমতা, তারল্যপ্রবাহ, বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতাসহ ছয়টি সূচকের ভিত্তিতে ক্যামেলস রেটিং-২ অবস্থান করছে ব্যাংকটি।
বিভাগ : ব্যবসা-বাণিজ্য
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে ভাড়া-নৈরাজ্য ঠেকাতে ১৩ যানবাহন ডাম্পিং-জেল-জরিমানা

কিশোরগঞ্জ শহরে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর আয়োজনে বিশাল ঈদ শোভাযাত্রার আয়োজন

বন্দরে দুর্বৃত্তদের অস্ত্রঘাতে সন্ত্রাসী রনী নিহত

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ ও ইসরাইলি পণ্য বয়কটে উত্তরায় মশাল মিছিল

অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় দুই হোটেলকে জরিমানা

সিরাজদিখানে নিখোঁজের ৫ দিন পর অটো চালকের লাশ উদ্ধার

নদীতে অভিযানের জেরে ভাসমান জেলে পাড়াতে হামলার অভিযোগ, শিশুসহ আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে গলিত লাশ উদ্ধার

গাজাবাসীর হরতালে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পূর্ণ সমর্থন

ঈদ পূর্ণমিলনীতে শেখ হাসিনার সেই নিষ্ঠুর শাসনের স্মৃতিচারণে আবেগাপ্লুত সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা

কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অভিমত সংস্কার প্রস্তাবে বিএনপি’র মতামত ইতিবাচক

“তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন”

সরাইলে তিন মাতালকে কারাদণ্ড

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

কুষ্টিয়ায় ভাতের হোটেলের আড়ালে যৌনতা, পুড়িয়ে দিলেন এলাকাবাসী

জকিগঞ্জে যুব জামায়াতের সেক্রেটারির উপর হামলার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি

ভারতের ওয়াক্ফ সংশোধন বিল অবিলম্বে বাতিল করতে হবে: পীর ছাহেব, ছারছীনা

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা

আধুনিক 'ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে সরকার