বিক্রয় আয়োজিত ‘প্রাইম ব্যাংক প্রপার্টি ফেয়ার ২০২৪ পাওয়ার্ড বাই প্রপার্টি গাইড’ শুরু
৩১ অক্টোবর ২০২৪, ১০:২৩ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১০:২৩ এএম
বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় শেরাটন ঢাকা হোটেলে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয়বারের মতো ‘প্রাইম ব্যাংক প্রপার্টি ফেয়ার ২০২৪, পাওয়ার্ড বাই প্রপার্টিগাইড’ চালু করেছে। বিক্রয়-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইশিতা শারমিন, সল্টসাইড (বিক্রয়-এর প্যারেন্ট কোম্পানি) এর চিফ অপারেটিং অফিসার (সিওও) শাইফ মোহাম্মদ, বিক্রয়-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস, বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন, প্রাইম ব্যাংকের হেড অব লায়াবিলিটি মামুর আহমেদ এবং বিক্রয়, প্রাইম ব্যাংক ও অন্যান্য পৃষ্ঠপোষক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২৯ অক্টোবর মঙ্গলবার শুরু হওয়া ৭ দিনের এই অনলাইন মেলায় বাংলাদেশের ৭টি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি অংশগ্রহণ করবে। ক্রেতারা মেলায় ১৮,০০০-এরও বেশি ফ্ল্যাট, জমি, এবং বাণিজ্যিক প্রপার্টি বা সম্পত্তিসহ ৫০টিরও বেশি বিশেষ প্রকল্প সম্পর্কে জানতে পারবেন। প্রপার্টি কেনার সুবিধার্থে গ্রাহকদের আকর্ষণীয় হোম লোন প্যাকেজও দিচ্ছে প্রাইম ব্যাংক।
মেলার একটি নির্দিষ্ট অনলাইন পেজে সকল প্রপার্টি তালিকাভুক্ত রয়েছে। এখানে ক্রেতারা ডেভেলপারদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের পছন্দের প্রপার্টি বুক করতে পারবেন। অনলাইন মেলা চলাকালীন গ্রাহকরা প্রাইম ব্যাংকের হোম লোনের বিশেষ অফারও গস্খহণ করতে পারবেন। মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ভধরৎ.ঢ়ৎড়ঢ়বৎঃুমঁরফব.পড়স.নফ অথবা নরশৎড়ু.পড়স/ঢ়ৎড়ঢ়বৎঃুভধরৎ- এ ভিজিট করতে পারেন।
নাভানা রিয়েল এস্টেট লিমিটেড, কৃষিবিদ রিয়েল এস্টেট লিমিটেড, ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড, অঙ্গন ডেভেলপমেন্টস লিমিটেড, ভ্যাটিক লিমিটেড, অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড ও ফাহিম ট্রেড ইন্টারন্যাশনাল-এর মতো দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানিগুলো তাদের প্রপার্টির নানা অফার নিয়ে এই অনলাইন মেলায় অংশগ্রহণ করেছে।
বিক্রয়-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস বলেন, “সবারই নিজের একটি বাড়ির স্বপ্ন থাকে। টানা তৃতীয়বারের মতো বিক্রয় ‘প্রাইম ব্যাংক প্রপার্টি ফেয়ার ২০২৪, পাওয়ার্ড বাই প্রপার্টিগাইড’ আয়োজন করেছে, যেখানে ৭টি শীর্ষস্থানীয় ডেভেলপার এবং প্রপার্টিগাইড প্রদর্শিত এক্সক্লুসিভ প্রপার্টি রয়েছে। আমরা বিশ্বাস করি, এই মেলা ক্রেতাদের তাদের আদর্শ বাড়ি খুঁজে পেতে সাহায্য করবে এবং বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন গতি আনবে।”
বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “গ্রাহকদের সুবিধা ও সক্ষমতার প্রতি আগ্রহের প্রতিফলন হলো বাংলাদেশে অনলাইন ব্যবসার প্রবৃদ্ধি। এই বছর, এক্সক্লুসিভ প্রপার্টি প্রদর্শনের ক্ষেত্রে প্রপার্টিগাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মেলার মাধ্যমে, আমরা বিশ্বস্ত ডেভেলপারদের সঙ্গে ক্রেতাদের সংযুক্ত করতে চাই, যাতে তারা অনলাইনে সহজেই তাদের স্বপ্নের প্রপার্টি খুঁজে পান। আমরা দেশের সকল ক্রেতার আগ্রহোদ্দীপক অংশগ্রহণ আশা করছি।”
প্রাইম ব্যাংক-এর হেড অব লায়াবিলিটি মামুর আহমেদ বলেন, “বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মের গ্রাহকদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আমাদের বিশ্বাস, দেশের রিয়েল এস্টেট ও প্রপার্টি খাতের প্রবৃদ্ধিতে প্রপার্টি মেলার মতো এমন উদ্যোগগুলো ইতিবাচক প্রভাব ফেলবে। প্রাইম ব্যাংক সবসময়ই গ্রাহকদের সহজে সুযোগ-সুবিধা দেওয়ার ওপর গুরুত্ব দেয়। এই মেলার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য সহজ হোম লোনের সমাধান নিয়ে এসেছি, যা তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে। আমরা আশা করি, এই উদ্যোগটি সফল হবে।”
বিভাগ : ব্যবসা-বাণিজ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
তারকাখচিত বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন
নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার
২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ
সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই
রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের
১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে
প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত
ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ অবৈধ অভিবাসী আটক
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ