বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডের “বিশেষ সেবা পক্ষ”
“জীবন বাঁচাতে চাই কর্মদ্দ্যোগ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল-এ বিশ্ব হার্ট দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায়, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে হৃদরোগ ও প্রতিকারের উপর প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আসিফুদ্দোজা (আসিফ)। দেশের বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।অধিবেশনে চেয়ারম্যান ছিলেন- ডাঃ আবদুজ জাহের। কো চেয়ারম্যান...