৪৪৬ কোটি ৯৬ লাখ টাকার ৫ ক্রয় প্রস্তাব অনুমোদন
১৫ মার্চ ২০২৩, ০৬:২৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৪ পিএম

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৪৪৬ কোটি ৯৬ লাখ টাকার ৫ ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (১৫ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়। সভায় কমিটির সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষ অনুমোদিত প্রস্তাবগুলোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর বহিঃসীমা দিয়ে লুপ রোড নির্মাণসহ ঢাকা ট্রাংক রোড থেকে বায়েজিদ বোস্তামী রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ’ প্রকল্পের ভেরিয়েশন প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ ১১০ কোটি ৭৩ লাখ ১৯ হাজার ৮৩ টাকায় স্প্রেক্টা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ক্রয়ে সঙ্গে চুক্তি করা হয়। চুক্তি অনুসারে পূর্ত কাজ বাস্তবায়নকালে কিছু টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভূত আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ ১৯ হাজার ৮৩ টাকা হ্রাস করে সংশোধিত চুক্তিমূল্য ১১০ কোটি ৭৩ লাখ টাকা অনুমোদনের জন্য প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদীর ড্রেজিং/ডিগিং (প্যাকেজ-৩, লট-১)’ হয়েছে এর পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৫টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে ২টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এসএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৬১ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ২০৩ টাকা।
সভায় ‘পুরাতন ব্রহ্মপুত্র নদীর ড্রেজিং/ডিগিং (প্যাকেজ-৪, লট-২) এর পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৬টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে ৩টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে (১ স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং (২) ক্যাসেল কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৯৮ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৯২৮ টাকা। অতিরিক্ত সচিব বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদীর ড্রেজিং/ড্রিগিং (প্যাকেজ-৪, লট-৩) এর পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে মাত্র ১টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি সুপারিশকৃত একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৮৭ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৯৩৫ টাকা।
সভায় পুরাতন ব্রহ্মপুত্র নদীর ড্রেজিং/ড্রিগিং (প্যাকেজ-৪, লট-৪) এর পূর্ত কাজ ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে ২টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে সোনালী এবং এনডিই বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৮৭ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৯২৫ টাকা। এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ‘আশ্রয়ণ-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য ৩য় ও ৪র্থ পর্যায়ে বরাদ্দকৃত গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন সেবা ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে বাস্তবায়নের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে অতিরিক্ত সচিব জানান।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন

আটঘরিয়ায় ইঞ্জিন চালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সাড়ে ৫ হাজার এসএসসি পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বেরোবিতে প্রধান বিচারপতির শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন

প্রবাসীরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি- ডাঃ তাহের

বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক ৯ এপ্রিল

পারভেজের দ্রুততম ফিফটির রেকর্ড

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে

সালথায় কুমার নদে অভিযান, ড্রেজার মেশিন অকেঁজো করল ভ্রাম্যমাণ আদালত

নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে: ইশরাক

রামনবমীতে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

মৃদু ও মাঝারী তাপ প্রবাহের কবলে চুয়াডাঙ্গা, বোরো ধানের ক্ষতি এড়াতে কৃষি বিভাগ দিচ্ছে পরামর্শ

বাংলাদেশ’ ব্যানারে গাজার গণহত্যার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান সারজিসের

আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন

ভারোত্তোলনকে নতুন উচ্চতায় নিতে চান আনিসুর

‘ওয়াকফ বিল ভারতের মুসলিম অধিকার হরণের নয়া কৌশল’

দেশের আট বিভাগে হবে স্পোর্টস হাব: আসিফ

তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা হলেন রোল মডেল: ফারুক

সড়কের উপড় স্ট্যান্ড ও টার্মিনাল সান্তাহারে দেড় শতাধিক অবৈধ বাণিজ্যিক টেম্পু দাপিয়ে বেড়াচ্ছে সড়ক মহাসড়কে

গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও নৃশংসতার প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২