পারভেজের দ্রুততম ফিফটির রেকর্ড
০৬ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম

ঈদের ছুটির পর মাঠে ফিরেই বিস্ফোরক ব্যাটিং উপহার দিলেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের হয়ে এবং বাংলাদেশের মাটিতে তরুণ এই ব্যাটার গড়েছেন দ্রুততম ফিফটির রেকর্ড।
ঢাকা প্রিমিয়ার লিগে রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনী লিমিটেডের হয়ে এই কীর্তি গড়েন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
শাইনপুকুরের ৮৮ রান তাড়ায় ৬.৪ ওভারেই ১০ উইকেটের জয় নিশ্চিত করে আবাহনী। পারভেজ অপরাজিত ছিলেন ২৩ বলে ৬ ছক্কা ও ৪ চারে ৬১ রানে। ফিফটি স্পর্শ করেন তিনি স্রেফ ১৫ বলে।
লিস্ট 'এ' ক্রিকেটে তো বটেই, স্বীকৃত ক্রিকেটেই এটি বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড।
লিস্ট 'এ' ক্রিকেটে রেকর্ডটি এতদিন ছিল যৌথভাবে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেন ফরহাদ।
চার বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগের লিস্ট 'এ' সংস্করণে হাবিবুরও করেন ১৮ বলে ফিফটি। সেদিন ৬১ বলে ১১৭ রানের ইনিংস খেলার পথে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তরুণ ওপেনার। যা এখনও এই সংস্করণে দেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড আগে ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি।
ছোট লক্ষ্যে পারভেজের টর্নেডো ব্যাটিংয়ে ৪০ বলে ম্যাচ জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। আরেক ওপেনার জিসান আলম ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।
ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয় সোয়া তিন ঘণ্টা পর। ৩১ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটিংয়ে নেমে একদমই সুবিধা করতে পারেনি শাইনপুকুর। ছয় নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩৮ রান করেন মিনহাজুল আবেদিন। দলের অন্য কোনো ব্যাটসম্যান ১৫ ছুঁতে পারেননি।
আবাহনীর পক্ষে ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। এছাড়া রকিবুল হাসান ও রিপন মন্ডল পান ২টি করে উইকেট।
৯ ম্যাচে আট জয়ে শীর্ষস্থান মজবুদ করল আবাহনী। সমান ম্যাচে মাত্র এক জয়ে শাইনপুকুর পয়েন্ট টেবিলের তলানিতে।
সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ২৫.৪ ওভারে ৮৮ ( রহমতউল্লাহ ১০, মইনুল ২, অনিক ০, রাফসান ৪, ফারজান ০, মিনহাজুল ৩৮, শরিফুল ৭, কিবরিয়া ১, রাফিউজ্জামান ১, ফাহাদ ৬*, আলি ১৪; রিপন ৫-১-১২-২, রকিবুল ৪.৪-০-৯-২, মোসাদ্দেক ৬-১-৩৬-৪, মৃত্যুঞ্জয় ৪-০-১০-০, মাহফুজুর ৬-০-১৮-১)
আবাহনী লিমিটেড: ৬.৪ ওভারে ৮৯/০ (পারভেজ ৬১*, জিসান ১৭*; ফাহাদ ৩.৪-০-২৮-০, রহমতউল্লাহ ১-০-২৮-০, আলি ২-০-৩৩-০)
ফল: আবাহনী লিমিটেড ১০ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোসাদ্দেক হোসেন
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

চৈত্র সংক্রান্তিতে আজ কনসার্ট, বর্ষবরণে কাল ফিলিস্তিনের প্রতি সংহতি

বিদেশ যাওয়া নিয়ে উপহাস করায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

এবারও হচ্ছে না সীমান্তে দুই বাংলার মিলনমেলা

ঢাবির ‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা নিয়ে রিটের শুনানি আজ

গুপ্তচরবৃত্তিতে চীনের সাবেক সামরিক কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড

এবার বরিশালে প্রায় ৩ লাখটন গোলআলু উৎপাদন হলেও দরপতনে হতাশ কৃষিযোদ্ধাগন

গাজার আবাসিক এলাকায় ২৩ দিনে ২২৪ বার ইসরায়েলি হামলা

টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আজ

নামাজ পড়েন শাহরুখ-সালমান! কি বললেন ফারাহ?

মহাকাশ প্রযুক্তিতে বাংলাদেশ-তুরস্ক যৌথ সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশে নেতানিয়াহুকে জুতাপেটার খবর ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশ

পারমাণবিক চুক্তি: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইতিবাচক’ আলোচনা

চালু হচ্ছে দেশের পরিত্যক্ত ৭ বিমানবন্দর

লেবাননে হিজবুল্লাহর অধিকাংশ সামরিকঘাঁটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর

ট্রাম্পের শুল্কে ছাড়, বাঁচল মোবাইল ও কম্পিউটার

ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে বলবৎ হবে না: মমতা

কোন দলের কে কে ছিলেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম

শিল্পকারখানার জন্য গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ

বর্ষবরণ ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা