রমজানে ব্যবসায়ীদের ‘সংযমী’ হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
১৫ মার্চ ২০২৩, ০৬:৪৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৪ পিএম
আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম যেন সহনীয় থাকে সে জন্য ব্যবসায়ীদের সংযমী হওয়ার অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ক্ষেত্রে ভোক্তাদের সচেতন করতে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
ভোক্তাদের চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট না হওয়ার আহ্বান জানিয়ে টিপু মুনশি বলেন, পণ্য তৈরিতে একটা খরচ আছে। কেউ যদি একটা মোটরসাইকেল অর্ধেক দামে দেয় তাহলে আপনাদের বুঝতে হবে কীভাবে দেবে। এই অর্ধেক দামের কথা বলে কিন্তু আলটিমেটলি মানুষকে ঠকানো হয়। প্রতারিত করা হয়। কাজেই আপনারা সবকিছু ভেবে কাজ করবেন। একজন বিজ্ঞাপন দিলেই আকৃষ্ট হবেন না।
বৈশ্বিক মহামারি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বেই সবকিছুর দাম বেশি দাবি করে মন্ত্রী বলেন, দেশের বাজারে সবকিছুর দাম একটু বেশি। জানি আপনাদের কষ্ট হচ্ছে। আপনারা একটু সাশ্রয়ী হোন। রমজান সামনে রেখে একবারে পণ্য কিনবেন না। কারণ একবারে পণ্য কিনলে বাজারে তার প্রভাব পড়ে। তখন দামও বেড়ে যায়। ভোক্তার অধিকার সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তার অধিকার মানুষের অধিকার। আমরা যখন ভোক্তাদের সব অধিকার সম্পর্কে জানাতে পারব তখন আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। ভোক্তারা নিজেরাই সচেতন হতে পারবেন। তবে আগের চেয়ে ভোক্তা অধিকার সম্পর্কে মানুষের সচেতনতা বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগে ভোক্তারা পণ্য কিনে প্রতারিত হলে কোথায় অভিযোগ বা প্রতিকার পাওয়া যাবে সেটি জানতেন না। কিন্তু মানুষের মধ্যে এখন সচেতনতা বেড়েছে। তারা অভিযোগ করলেই প্রতিকার পাচ্ছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে টিপু মুনশি বলেন, ‘আমাদের ভোক্তা অধিকার বিভিন্ন বাজারে যাচ্ছে, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত ক্যাবও কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান ভোক্তা অধিকার রক্ষায় জাতিসংঘের অনুমোদিত অধিকারগুলো বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে ভোক্তারা যেন ন্যায্য অধিকার আদায় পান, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এ ছাড়া সরকারের আইন মেনে ব্যবসায়ীদের চলতে হবে। সরকারের আইনগুলো বাস্তবায়ন করতে হবে। দেশের সবাইকে টিসিবির পণ্য দেয়া সম্ভব নয়, তবে সব মানুষকে সহায়তার ব্যবস্থা করতে হবে। ভোক্তাদের উদ্দেশে গোলাম রহমান বলেন, বাজারে বাড়তি চাহিদার চাপ সৃষ্টি করবেন না। এতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পাবে। সুযোগ পেলেই তারা অধিক মুনাফা করবে। রোজাসহ বিশেষ উপলক্ষে অনেক দেশে পণ্যের দামে ছাড় দেয়ার বিষয়টি উল্লেখ করে ক্যাব সভাপতি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, অনেক দেশে বিশেষ দিনগুলোতে পণ্যের দামে ছাড় দেয়া হয়, আমাদের দেশে এ ধরনের কোনো সুবিধা দেয়া যায় কি না ভেবে দেখা দরকার। পাশাপাশি অধিক লাভ না করে সীমিত লাভে বেশি বিক্রির জন্য অনুরোধ জানাচ্ছি।
এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, করোনার পর ইউক্রেন যুদ্ধে বিদ্যুৎ জ্বালানির ওপর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও দাম বেড়েছে। ফলে বিভিন্ন পণ্যের দামের ওপর প্রভাব পড়েছে। এ সময় দেশে বন্ধ সরকারি চিনির কলগুলো বেসরকারি উদ্যোগে ছেড়ে দেয়া বা বিদেশিদের সহায়তায় চালুর উদ্যোগ নেয়ার আহ্বান জানান মোস্তফা আজাদ।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন
ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি
আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন
লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব
খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার
১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান
বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির
অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা
কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি
সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত