সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাউদি লুব্রিকেন্টসের জনসচেতনতামূলক উদ্যোগ ‘সেইফ হাইওয়েজ’
১৮ অক্টোবর ২০২৩, ০৮:০০ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ০৮:০০ পিএম
দেশে প্রতি বছর গড়ে সাত হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। তাছাড়া প্রায় ১২ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মানবেতর জীবনযাপন করে। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের লুব্রিকেন্টস ব্র্যান্ড ‘সাউদি’ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুরু করেছে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ‘সেইফ হাইওয়েজ’। গত ১১ অক্টোবর শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ছয় মাস।
ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের দিন দেশের ২১ জায়গায় জনসচেনতামূলক র্যালি করবে সাউদি লুব্রিকেন্টস। এছাড়া দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিতকরণ এবং সেটি গুগল ম্যাপে যুক্ত করা, ক্যাম্পেইন চলাকালীন চালকদের প্রশিক্ষণ প্রদান, ভারী যানবাহনে সড়ক দুর্ঘটনা রোধে সচেনতামূলক তথ্য সম্বলিত ব্র্যান্ডিংসহ নানা ধরনের কর্মসূচি রয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এ সময় উপস্থিত ছিলেন সাউদি লুব্রিকেন্টসের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মীর লুৎফর রহমান, হেড অব মার্কেটিং জহিরুল ইসলাম শিমুল, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও রোড সেফটি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আমিনুর রহিম।
আর এন পাল বলেন, “আরএফএল গ্রুপ সবসময় ভোক্তার চাহিদার অনুযায়ী উন্নত কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করে থাকে। দেশের প্রতিটা গৃহস্থালিতে কোন না কোন আরএফএল পণ্য ব্যবহার হয়ে থাকে। সে কারণে ভোক্তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সে দায়বদ্ধতা থেকে আমরা নানা ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন করে থাকি”।
তিনি আরো বলেন, “প্রতি বছরই সড়ক দুর্ঘটনার হার বাড়ছে। সড়ক দুর্ঘটনার অধিকাংশই ঘটে থাকে দেশের বিভিন্ন মহাসড়কগুলোতে। মহাসড়কগুলোতে বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটে থাকে। আমরা মহাসড়কে দুর্ঘটনা রোধে চালক, যাত্রীসহ সংশ্লিষ্টদের সচেতন করতে চালু করেছি ‘ সাউদি সেইফ হাইওয়েজ’ ক্যাম্পেইন। আমরা আশা করি, এ ক্যাম্পেইনটি মহাসড়কে দুর্ঘটনা রোধে এবং সংশ্লিষ্টদের সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।
সাউদি লুব্রিকেন্টসের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম বলেন, “হাইওয়ে পুলিশ, রোড সেফটি ফাউন্ডেশন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ফেসবুক পোস্টের মাধ্যমে সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে আমরা মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ জায়গা চিহ্নিত করেছি। পরবর্তীতে আমরা ও ফেসবুকভিত্তিক গ্রুপ বাইকবিডি কমিউনিটির সহায়তায় গুগল ম্যাপে দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলো পিনড করছি। সংশ্লিষ্ট সকলকে সচেতন করার জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি”।
তিনি আরো বলেন, ”সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুমতিক্রমে আমরা দেশের বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ স্থান মার্কিং করছি, যাতে করে চালকরা অত্যন্ত সতর্কতার সাথে স্থানটি অতিক্রম করেন”।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে কেউ মারা যায়নি : ডিএমপি
সিনিয়রদের কর্মে জুনিয়ারের শাস্তি!
গুচ্ছ থেকে বের হতে শাবিকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত পদযাত্রায় থাকুন : পিটিআই কর্মীদের উদ্দেশে বুশরা বিবি
তালায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, আহত মা
লিভারপুলের বিপক্ষে ভিনিসিউসকে পাচ্ছে না রিয়াল
ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নানামুখী ষড়যন্ত্র প্রতিহত করা হবে বাংলাদেশ খেলাফত আন্দোলন
সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে গণঅধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ৩৪জন ডেঙ্গু আক্রান্ত
বগুড়ায় ঢাকা চট্টগ্রাম কোচ টার্মিনালে শান্ত পরিবহনের কাউন্টার বন্ধের জেরে আতংক উদ্বেগ ও অস্থিরতা !
নির্বাচন কমিশন সংস্কারে ১৭ দফা প্রস্তাব বাংলাদেশ লেবার পার্টির
আন্দোলনে যোগ দিতে রোমানিয়া থেকে দেশে আসেন
মমতাকে নিয়ে সিনেমা বানালেন সৃজিত মুখার্জি, রুদ্রনীল বললেন প্রোপাগান্ডা নয়, এগুলো তো ঠাকুমার ঝুলি…’!
আইপিএলে দল পেলেন না রাহানে-উইলিয়ামসন-আগারওয়ালরা
স্ত্রীকে গলাকেটে হত্যা, ৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
একুশে টেলিভিশন দখল ছিলো গণমাধ্যমের কন্ঠ রোধের বড় উদাহরণ
এবার নেতানিয়াহুর নাগালে পেলে গ্রেফতারের কথা জানাল ব্রিটিশ সরকার
‘ইমরান খানকে নিয়েই ফিরব’ সরকারকে হুঁশিয়ারি দিলেন বুশরা
মহেশখালীতে সাংবাদিক মাহবু্বের উপর সন্ত্রাসী হামলা -অভিযুক্তরা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী
সাতক্ষীরার আশাশুনিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু