সিনিয়রদের কর্মে জুনিয়ারের শাস্তি!
২৫ নভেম্বর ২০২৪, ০৭:২২ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২২ পিএম
সকলের কাছে অতিপরিচিত মুখ নিউ এজ সম্পাদক নূরুল কবীর। তার পরেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের হয়রানির হাত থেকে রক্ষা পাননি সিনিয়র এই সাংবাদিক। যেখানে নিউ এজ সম্পাদক নূরুল কবীরের মত একজন গ্রহনযোগ্য ব্যক্তির হয়রানির শিকার হতে হয়েছে, সেখানে সাধারন মানুষ কি পরিমান হয়রানির মুখোমুখি হতে হয় ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে তা সকলেরই জানা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনসহ দেশের সকল ইমিগ্রেশনের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের অধিকাংশ পতিত সরকারের ঘনিষ্ট কর্মকর্তা হিসেবে পরিচিত। অন্তবর্তীকালিন সরকারের তিন মাসের অধিক সময় পাড় হলেও অদৃশ্য শক্তি ও মোটা অংকের টাকার কারনে এদের অন্যত্র বদলি করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির ঘটনায় ‘সিনিয়র কর্মকর্তাদের’ বেশি দায় থাকার পরেও সিনিয়রদের কারণে জুনিয়র কর্মকর্তাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে বলেও মনে করেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর। সোমবার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ কথা উল্লেখ করেন তিনি।
পোস্টে নিউ এজ সম্পাদক উল্লেখ করেন, বিমানবন্দরে আমাকে হয়রানির বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে এমন হয়রানির শিকার না হন, সেই বিষয়ে ঘোষণা দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞ। তবে এ হয়রানির ঘটনায় বিমানবন্দরে কর্মরত একজন জুনিয়র ইমিগ্রেশন কর্মকর্তাকে শাস্তি দেয়ার সিদ্ধান্তে আমি হতাশ। তিনি লেখেন, শাস্তি পাওয়া কর্মকর্তা বিমানবন্দরে আমাকে আটকাননি। বিমানবন্দরে আমাকে আটকানোর যে তালিকা, সেটা জুনিয়র ওই কর্মকর্তা করেননি। বরং তিনি আমার প্রতি ভদ্র ও শালীন আচরণ করেছেন। আমি দেখেছি, তিনি ফোনে তার ঊর্ধ্বতনের কাছ থেকে আমার যাত্রার ছাড়পত্রের জন্য অনবরত চেষ্টা করছিলেন। একইভাবে ফেরার সময়ও তিনি আমাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন।
নূরুল কবীর আরও উল্লেখ করেন, ওই ভদ্রলোককে (জুনিয়র কর্মকর্তা) শাস্তি দেওয়া মানে সিনিয়রদের দোষ এড়ানোর জন্য জুনিয়র কর্মকর্তাকে ‘বলির পাঁঠা’ বানানোর সমতুল্য, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সরকারের যথাযথ কর্তৃপক্ষের উচিত বিষয়টি তদন্ত করে শীর্ষপর্যায়ের দায়ীদের খুঁজে বের করা, যারা এ তালিকা তৈরি করেছে এবং স্বৈরাচারী শাসনের পতনের পরও নিরপরাধ যাত্রীদের হয়রানি চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় একজন এসআইকে প্রত্যাহার করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। সেইসঙ্গে এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে এসবি। পরে বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বার্তায় জানানো হয়, এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। অন্তর্বতী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাশত করবে না।
পুলিশের বিশেষ শাখা জানায়, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের ‘ব্লকড লিস্ট’ এর কারণে এ দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। এ তালিকায় কয়েক হাজার লোককে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাতে করে তাদের বিদেশ সফরের সময় আটকে দেওয়া যায় বা বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখা যায়। অন্তর্বতীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের বিশেষ শাখা আগের তালিকা থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ভিন্নমতাবলম্বী, সাংবাদিক ও অধিকারকর্মীদের বাদ দিতে শুরু করেছে। কাজটির বেশিরভাগই হাতে-কলমে করা হচ্ছে। ফলে কিছু ভিন্নমতাবলম্বী ও সাংবাদিকের নাম এখনো রয়ে গেছে। তালিকাটি দ্রুত যাচাই করে সংশোধন করার চেষ্টা করা হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বাচ্চারা প্রাপ্ত বয়স্ক হলেই হলিউড ছাড়বেন অ্যাঞ্জেলিনা জোলি
উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ
হজযাত্রায় বিপর্যয়ের আশঙ্কা
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
দিনাজপুরের বোচাগঞ্জে ২ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
কমলো সোনার দাম, ভরি ১ লাখ ৪০ হাজার টাকা
আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ ৫৯ তম রাউন্ড ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের ফেয়ার ওয়েল অনুষ্ঠিত
পদ্মা রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
সেনবাগ হুফফাযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানুষের ‘হৃদয় স্পর্শ করার’ ট্রেনিং নিতে স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ
জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাশ কমিউনিকেশনস লিমিটেডের যাত্রা শুরু
নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাত
ড. মাহবুব মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে
পরিবহন খাতে বিশৃঙ্খলার চেষ্টায় আ.লীগের দোসররা
মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা
লোহাগড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ৪ জন গুরুতর আহত
আসছে বছর গাঁটছড়া বাঁধতে চলেছে তামান্না-বিজয় জুটি
সিলেটে 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা' শীর্ষক বিএনপির কর্মশালা কাল মঙ্গলবার
কোনো গণমাধ্যমে ভাঙচুর বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম