সর্বজনীন পেনশনের আওতায় এক লাখ মানুষ
২৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পিএম
দেশের নাগরিকদের জন্য চালু হওয়া বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন কর্মসূচিতে (স্কিম) এক লাখ মানুষ নিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছেন। স্কিম চালু হওয়ার সাড়ে নয় মাসে এমন মাইলফলক স্পর্শ হয়েছে। যার মাধ্যমে সরকারি ফান্ডে জমা হয়েছে ৪২ কোটি টাকা। সোমবার (২৯ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা ১ লাখের মাইলফলক অতিক্রম করেছে। বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়। শুরুতে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চারটি স্কিম দিয়ে সর্বজনীন পেনশন স্কিম যাত্রা শুরু করে। পরবর্তীতে সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘প্রত্যয়’ স্কিম নামে নতুন স্কিম চালু করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে উল্লিখিত প্রতিষ্ঠানে যোগদানকারী কর্মচারিদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।
সর্বজনীন পেনশনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে মাঠ প্রশাসনকে সক্রিয়ভাবে যুক্ত করা হয়েছে জানিয়ে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ‘সর্বজনীন পেনশন কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে এবং মাঠ প্রশাসনকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের বিভাগভিত্তিক মনিটরিংয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে কমিশনার, জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা নিয়মিতভাবে যথাক্রমে বিভাগ, জেলা ও উপজেলাভিত্তিক নিবন্ধন মনিটরিং ও বাস্তবায়ন করছেন।
বিভাগীয় পর্যায়ে সর্বজনীন পেনশন মেলা ও কর্মশালার আয়োজন করে সকল শ্রেণি-পেশার জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে গত ১৯ এপ্রিল রাজশাহীতে বিভাগীয় পেনশন মেলা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে অবশিষ্ট ৭ বিভাগে বিভাগীয় মেলা অনুষ্ঠিত হবে। বিতরণের জন্য মাঠ প্রশাসনের নিকট ইতোমধ্যে পর্যাপ্ত সংখ্যক ফ্লায়ার ও বুকলেট প্রেরণ করা হয়েছে এবং তা অব্যাহত আছে।
এছাড়া সর্বজনীন পেনশন কার্যক্রমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে উদ্যোগ নেয়া হয়েছে। এসকল উদ্যোগের ফলে বর্তমানে নিবন্ধন সংখ্যার মাইলফলক ১ লাখ অর্জিত হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে চাঁদাদাতাদের অর্থ হতে নিরাপদ ট্রেজারি বন্ডে ৪২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সকলের সহযোগিতায় সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের এ ধারা অব্যাহত থাকবে। গত ১৬ এপ্রিল পর্যন্ত পেনশন স্কিমে যুক্ত ছিলেন ৫৪ হাজার ৬৪৭ জন ব্যক্তি। এর মাত্র ১৩ দিনের মাথায় যা লাখ ছাড়িয়ে গেল।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
সিলেট সীমান্তে ৪৮ বিজিবি'র অভিযানে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য আটক
বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক চললো ট্রেন
বিয়ানীবাজার থানার ওসি যে কারণে দুই মাসের মাথায় বদলি!
লাওসে মিথানল বিষক্রিয়ায় অসুস্থ নিউজিল্যান্ডের নাগরিক দেশে ফিরলেন
চিন্ময় দাসের মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চায় ইসকন
বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত
ইমরান খানের সমর্থকদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ, ইসলামাবাদে অবরুদ্ধ পরিস্থিতি
বরিশালে মহানগর পুলিশের সাবেক এসি ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে জামাত কর্মীর মামলা
এঙ্গেলা মার্কেলের আত্মজীবনী,শরণার্থী সঙ্কট ও রাশিয়া সম্পর্কের বিশ্লেষণ
আধিপত্য বিস্তারে বিরোধ, সিলেটে খুন এক যবুদল কর্মী
সাটুরিয়ায় আগুনে কৃষকের বসতবাড়ি ভস্মীভূত, দুই গরুর মৃত্যু
সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির
৮ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল
বরিশাল আইএইচটি’র ৮ শিক্ষার্থীকে হল থেকে বহিস্কার একজনের ছাত্রত্ব স্থগিত
সব ছাত্র সংগঠন নিয়ে গঠিত হচ্ছে ‘জাতীয় ছাত্র কাউন্সিল’
শের ই বাংলা মেডিকেলের পরিচালক হিসেবে যোগ দিলেন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর
ইসলামাবাদে সেনা মোতায়েন, ‘দেখামাত্র গুলির’ নির্দেশ
চট্টগ্রাম আদালত পাড়ায় ‘জয় শ্রীরাম’ স্লোগান
গুজবে অতিষ্ট এ আর রহমান, এক্স হ্যান্ডেলে দিলেন মানহানি মামলার হুমকি
পাকিস্তানে পিটিআই কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ নিহত ৬, ইসলামাবাদে সেনা মোতায়েন