ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালায় সংশোধন চান আবাসন ব্যবসায়ীরা
১৩ মে ২০২৪, ০৭:১৯ পিএম | আপডেট: ১৩ মে ২০২৪, ০৭:১৯ পিএম
সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ এবং আবাসন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিতে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) এবং ইমারত নির্মাণ বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন চান রিয়েল এস্টেট এবং হাউজিং খাতের ব্যবসায়ীরা। সোমবার (১৩ মে) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে রিয়েল এস্টেট এবং হাউজিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি এ আহ্বান জানান ব্যবসায়ীরা।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের রিয়েল এস্টেট এবং হাউজিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। কমিটির ডিরেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই পরিচালক এবং আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সাবেক সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি জানান, যত দিন বাড়ছে আবাসন খাতের চাহিদা ততই বাড়ছে। নিবন্ধন ফি সহনীয় করা হলে ফ্ল্যাটের বিক্রি বাড়বে। এতে একদিকে যেমন মানুষের বাসস্থান সঙ্কট দূর হবে, অন্যদিকে এ খাতও বিকশিত হবে। ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে নির্মাণসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি আরও বলেন, রিহ্যাবের সদস্য নয় এমন প্রতিষ্ঠান বা ব্যক্তি আবাসন ব্যবসায় জড়িত। কিছু নামেমাত্র প্রতিষ্ঠানের প্রতারণার জন্য এই খাতের ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন মাহবুবুল আলম। পাশাপাশি আবাসন খাতের কমপ্লায়েন্স নিশ্চিত করতে রিহ্যাবকে অসাধু ব্যবসায়ীদের বিষয়ে কঠোর হওয়ারও আহ্বান জানান তিনি।
আবাসন খাতের টেকসই উন্নয়নে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী। তিনি বলেন, রিহ্যাবকে তথ্য-উপাত্তভিত্তিক কৌশলপত্র তৈরি করতে হবে। উন্নয়ন ও গবেষণা সেল গঠন এবং অভিজ্ঞ পরামর্শক নিয়োগ দিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে অগ্রসর হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
কমিটির ডিরেক্টর ইনচার্জ আলমগীর শামসুল আলামিন কাজল জানান, বর্তমানে দেশের আবাসন ব্যবসায়ীদের জন্য ড্যাপ এবং ইমারত নির্মাণ বিধিমালা সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবাসন ব্যবসায়ীরা ড্যাপ কিংবা ইমারত নির্মাণ বিধিমালার বিরুদ্ধে নয়। সাংঘর্ষিক ইস্যুগুলো সংশোধনের মাধ্যমে আবাসন খাতবান্ধব বিধিমালা প্রণয়নে রাজউক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আবাসন খাতের সংকট নিরসনে কমিটির সদস্যদের কাছে সুনির্দিষ্ট পরামর্শ আহ্বান করেন স্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। যৌক্তিক পরামর্শসমূহ বিশ্লেষণ করে শিগগির নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরা হবে বলেন জানান তিনি।
এসময়, ফ্ল্যাট ও জমির নিবন্ধন ব্যয় সহনশীল রাখা, প্রকল্পের অনুমোদন সংক্রান্ত জটিলতা দূরীকরণ, এলাকাভিত্তিক ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) নির্ধারণের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, ভবন বা ইমারত নির্মাণের ক্ষেত্রে উচ্চতা সীমার বিধিনিষেধ শিথিল করা, আবাসন খাতের জন্য ব্যাংক ঋণ নিশ্চিত করাসহ আবাসন খাতের অন্যান্য সমস্যাসমূহ তুলে ধরেন বক্তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ, পরিচালক হাফেজ হাজী হারুন-অর-রশিদ, মো. রাকিবুল আলম দিপু, রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি এবং স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা লিয়াকত আলী ভূঁইয়া, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, কমিটির কো-চেয়ারম্যান, সদস্য ও ব্যবসায়ী নেতারা।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন আগামী শনিবার
ভালো নিয়ত থাকলে, ভালো কিছু করতে পারব আমরা- সিলেটে তারেক রহমান
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, শনাক্ত ৯৯০
সংস্কার করতে করতে আসল বিষয় যেন হারিয়ে না যায় - গয়েশ্বর চন্দ্র রায়
চিন্ময়ের মুক্তির দাবীতে সিলেট সনাতনীতের কর্মসূচী : নৈপথ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎপরতা
কোনো উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ
পাকিস্তানে সংঘর্ষ, ৪ নিরাপত্তা সদস্যসহ নিহত ৫
আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ
কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী যুবকের মৃত্যু
রাস্তার বেওয়ারিশ কুকুর নিধনের দাবীতে ঢাকা মহানগরবাসীর গণ-সমাবেশ
কিশোরগঞ্জের ভৈরবে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার
শেরপুরের মুর্শিদপুর দরবারে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ : উভয়পক্ষে আহত ১৩, আটক ৭
সাগরের খুনিরা সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে- ওয়াহাব আকন্দ
দুই সহযোগীসহ মাদক চোরাকারবারী যুবলীগ নেতা হাবিবকে গ্রেফতার করছে সিলেট জৈন্তা পুলিশ !
বাইডেন সরকার বিশ্বব্যাপী উত্তেজনা বৃদ্ধি করতে পারে: এফএসবি প্রধান
অস্থিরতা ও আন্দোলনের মিত্রদের বিভক্তির দায় সরকার এড়াতে পারেনা - এবি পার্টি
বেগম জিয়া শিক্ষায় অনেক অবদান রেখেছেন- শামীম
সাবেক র্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীর বিচার দাবিতে সংবাদ সম্মেলন
রাশিয়া দ্রুততম গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে
সাবেক পুলিশ কর্মকর্তার কান্ডে অতিষ্ঠ এলাকাবাসী