ব্যাংকে ১০ লাখ টাকার বেশি থাকলে ‘বাড়তি শুল্ক’
০৬ জুন ২০২৪, ০৫:৫৮ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৪, ০৫:৫৮ পিএম
ব্যাংকে জমা টাকার ওপর আবগারি শুল্কের স্তর ও হারে পরিবর্তন আসছে। এতে ব্যাংকে টাকা রাখার খরচ বাড়বে। তবে পরিবর্তনের এ স্রোত ছোট আমানতকারীদের ওপর প্রভাব ফেলবে না, প্রভাব পড়বে বড় আমানতকারীদের ওপর। কারণ ব্যাংকে গ্রাহকের ১০ লাখ টাকার বেশি থাকলেই বাড়তি শুল্ক দিতে হবে। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপিস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
দুই অর্থবছর পর আবারও ব্যাংকে জমা টাকার ওপর আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। বর্তমানে ছয়টি স্তরে শুল্ক নেওয়া হলেও প্রস্তাবিত বাজেটে এ স্তর হচ্ছে আটটি। যেখানে গ্রাহকের আমানত ১০ লাখ টাকার বেশি হলে বাড়তি অর্থ দিতে হবে।
গত ২০২০-২১ অর্থবছরে ব্যাংকে থাকা টাকার ওপর আবগারি শুল্কের পরিমাণ বাড়ানো হয়েছিল। কোনো ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ বছরে ১ লাখ টাকার বেশি হলেই আবগারি শুল্ক দিতে হয়। বর্তমানে শুল্কের স্তর ছয়টি থাকলেও ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তা বাড়ানো হচ্ছে। বর্তমানে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা ও পাঁচ লাখ টাকা থেকে ১০ লাখ পর্যন্ত ৫০০ টাকা আবগারি শুল্ক রয়েছে।
বর্তমানে এক লাখ পর্যন্ত ব্যাংক হিসাবের স্থিতিতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। আবার এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা এবং পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। এই দুটি স্তরে কোনো পরিবর্তন আসছে না।
প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ১০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত আবগারি শুল্কের যে স্তরটি রয়েছে, সেটি ভেঙে দুটি স্তর করা হচ্ছে। এক্ষেত্রে ১০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত গচ্ছিত টাকায় আগের মতোই তিন হাজার টাকা আবগারি শুল্ক থাকবে। আর ৫০ লাখ টাকা থেকে এক কোটি পর্যন্ত ৩ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা শুল্ক বসবে।
আর এক কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিদ্যমান স্তরটিও ভেঙে দেওয়া হচ্ছে। নতুন অর্থবছরে এক কোটি থেকে দুই কোটি পর্যন্ত ১০ হাজার টাকা, দুই কোটি থেকে পাঁচ কোটি পর্যন্ত ২০ হাজার টাকা শুল্ক দিতে হবে। বর্তমানে এক কোটি থেকে পাঁচ কোটি পর্যন্ত আমানতে আবগারি শুল্ক ১৫ হাজার টাকা। ব্যাংক হিসাবে বছরে একবার যদি স্থিতি পাঁচ কোটি টাকা অতিক্রম করে, তাহলে সেই আমানতের ওপর আবগারি শুল্কের পরিমাণ হবে ৫০ হাজার টাকা। বর্তমানে এই স্তরে ৪০ হাজার টাকা দিতে হয়।
সাধারণত জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে কোনো ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ একবার এক লাখ টাকা বা তার ওপরের স্তরগুলোর সীমা স্পর্শ করলেই নির্দিষ্ট হারে আবগারি শুল্ক দিতে হয়। একাধিকবার স্পর্শ করলেও একবারই আবগারি শুল্ক কাটা হয় ওই গ্রাহকের হিসাব থেকে। আর কোনো হিসাবে এক লাখ টাকার কম থাকলে আবগারি শুল্ক কাটা হয় না।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
দেশি-বিদেশি ইন্ধনে ইসকনের আন্দোলন-সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী নির্বাচনে দিনের ভোট আর রাতে হবে না -এমএএইচ সেলিম
তারা খঞ্জর বল্লম নিয়ে তাণ্ডব চালানোর সাহস পায় কীভাবে?
আইনজীবী হত্যার প্রতিবাদে সাতকানিয়ায় বিক্ষোভ
ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজ তৈরির সকল পথ বন্ধ করতে হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ
হারের বৃত্ত থেকে বের হতে খেলোয়ারদের সেরাটা দেওয়ার আহবান গার্দিওলা
রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে: ফখরুল
সেনবাগের দুই আ.লীগ নেতা চট্টগ্রাম থেকে গ্রেফতার
হজযাত্রী নিবন্ধন ২ মাস বাড়ানোর দাবি
দুদকের মামলায় খালাস পেলেন ফারুক
গৌরনদীতে বিদ্যালয় মাঠে অবৈধ মেলার স্টল গুড়িয়ে দিল প্রশাসন
বৈষম্য বিরোধী যশোরের কমিটি ঘোষণা, আহবায়ক রাশেদ ও সদস্য সচিব জেসিনা
বাসার কাজের সহকারীর চুরি করা প্রসঙ্গে?
শার্শায় বিএনপির সমাবেশকে ঘিরে বোমাবাজি, সংঘর্ষ, আহত ৭
চিন্ময় সমর্থকদের হামলা: আইনজীবী হত্যার ঘটনায় জামায়াতের বিবৃতি,
নতুন করে আবারও অভিযোগ উঠেছে শন ডিডির বিরুদ্ধে
শরীফুল আহত অবসর, বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
বাংলাদেশে সয়াবিন চাষ : পুষ্টিকর খাবারের নতুন সম্ভাবনা