লোক পাঠিয়ে মন্ত্রণালয়ে যোগদান মতিউরের, দেশ ত্যাগের গুঞ্জন

মতিউরকে সরিয়ে সোনালী ব্যাংকে মোহাম্মদ আবু ইউসুফ এনবিআরে সুরেশ চন্দ্র বিশ্বাস

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

২৪ জুন ২০২৪, ০৬:৪৭ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৪, ০৬:৪৭ পিএম

 

 

 

ছাগলকা-ে আলোচিত মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদ থেকে সরানোর নির্দেশ দেয়ার পর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফকে তিন বছরের জন্য ব্যাংকটির পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (২৪ জুন) সোনালী ব্যাংকের বোর্ড চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

আর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগও এক চিঠিতে নতুন পরিচালক নিয়োগের এ আদেশ দিয়েছে। সোনালী ব্যাংকের চেয়ারম্যানকে দেয়া চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফকে যোগ দেয়ার তারিখ থেকে তিন বছর মেয়াদে সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পরিষদে মোহাম্মদ আবু ইউসুফের পরিচালক হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানানোর অনুরোধ করা হলো। এর আগে মতিউর রহমানকে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে অব্যাহতি দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এছাড়া এনবিআরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকেও মতিউরকে সরিয়ে নেয়া হয়। এরপর তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তবে কেন এই ব্যবস্থা নেয়া হয়েছে, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এদিকে ‘ছাগলকা-ে’ আলোচনায় আসার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কাস্টমস ও ভ্যাট) ড. মো. মতিউর রহমানকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা সুরেশ চন্দ্র বিশ্বাস। তিনি কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল)। সুরেশ চন্দ্র বিশ্বাসকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে অতিরিক্ত দায়িত্ব দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। রোববার (২৩ জুন) উপসচিব মকিমা বেগম এ সংক্রান্ত নির্দেশনায় সই করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী অর্থ বিভাগ থেকে জারি করা আদেশে উল্লেখিত হারে ও শর্তে কার্যভার ভাতা পাবেন। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পদের সঙ্গে আবশ্যিকভাবে ‘অতিরিক্ত দায়িত্ব’ শব্দদ্বয় যোগ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে তাতে বলা হয়েছে, অবিলম্বে এটি কার্যকর হবে।

এদিকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে মতিউর রহমানকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার পরই তিনি লোক পাঠিয়ে মন্ত্রণালয়ে যোগদান করেছেন। একই সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও মতিউরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগে মতিউরের জন্য আলাদা কোনো কক্ষ নেই। এমনকি তার বসার জন্য কোনো চেয়ার-টেবিলও নেই। অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার পর তিনি মন্ত্রণালয়েও আসেননি। তবে অন্য ব্যক্তির মাধ্যমে তিনি যোগদানপত্র পাঠিয়ে যোগ দিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে মতিউর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার অর্থ হলো তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সংস্থাপন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ওএসডি করার বিধান আছে। এর বাইরে অন্য বিভাগ, সংস্থা বা মন্ত্রণালয়ের জন্য ওএসডির বদলে সংযুক্ত করার পদ্ধতি চালু আছে। মতিউর রহমানের ক্ষেত্রে সেটিই করা হয়েছে।

তিনি বলেন, মতিউর রহমান পদোন্নতি পেয়ে এনবিআর সদস্য (কাস্টমস ও ভ্যাট) হয়েছেন। তিনি এখনো ওই পদেই আছেন। তবে তাকে যেহেতু অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে, সুতরাং তিনি এনবিআরের কোনো কর্যক্রম করতে পারবেন না। তার কর্মক্ষেত্র হবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তবে সেখানে তার জন্য আলাদা কোনো কক্ষ বা চেয়ার-টেবিল থাকবে না।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, মতিউর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার পর এরই মধ্যে তিনি মন্ত্রণালয়ে যোগদান করেছেন। কিন্তু যোগদান করতে তিনি নিজে আসেননি। অন্য মানুষ পাঠিয়ে যোগদান করেছেন। মন্ত্রণালয়ে যোগ দিলেও তার জন্য আলাদা কোনো কক্ষ বা চেয়ার-টেবিল নেই।

এদিকে, মতিউরের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে তিন সদস্যের একটি টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া গুঞ্জন রয়েছে, রোববার (২৩ জুন) বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর ভারতে চলে গেছেন। পরিকল্পনা অনুযায়ী, এরপর তিনি ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিতে পারেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশত্যাগে সহায়তা করেছে।

জানা গেছে, ঈদের পর চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া চলে গেছেন ‘ছাগলকা-ে’ আলোচিত মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত, মেয়ে ইফতিমা রহমান মাধবী ও দ্বিতীয় স্ত্রী শাম্মী আকতার। ইফাত মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মীর সন্তান।

 

অন্যদিকে, মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ ও তার ছেলে দেশে থাকতে পারেন বলে জানা গেছে। সূত্র জানায়, লায়লা নরসিংদীর রায়পুরা উপজেলার বর্তমান চেয়ারম্যান। এ পদে গত ২৯ মে ভোট হওয়ার কথা ছিল। তবে সংঘর্ষের কারণে ভোট হয়নি। লায়লা উপজেলা নির্বাচনে এবারও চেয়ারম্যান প্রার্থী।

মূলত ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ‘সাদিক এগ্রো’ ফার্ম থেকে এগ্রো বিটল প্রজাতির একটি খাসি ১২ লাখ টাকায় কিনে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। সাদিক এগ্রোতে গিয়ে ক্যামেরার সামনে ওই ছাগলের সঙ্গে দাঁড়িয়ে ইফাত বলেন, ‘এ রকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল। এ রকম খাসি আমার জীবনে প্রথম দেখা। এটা আমার হবে, জানা ছিল না। আল্লাহ নসিবে রাখছে, তাই হইছে। ১১ জুন এটি ধানমন্ডি-৮ এ ডেলিভারি দেয়া হবে।’

ওই ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র গুঞ্জন ওঠে, তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। রাজস্ব কর্মকর্তা বাবার দুর্নীতির টাকায় তিনি ১২ লাখ টাকায় খাসিটি কিনেছিলেন। এ ঘটনায় ওই ছেলে ও তার বাবাকে নিয়ে ফেসবুকে চলছে বিস্তর সমালোচনা। বিভিন্ন পোস্ট ও কমেন্টে খাসির ক্রেতা যুবকের বাবার দুর্নীতি নিয়ে তদন্তের দাবি উঠেছে।


বিভাগ : অর্থনীতি


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পরে এক শিশুর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পরে এক শিশুর মৃত্যু

দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ : কুষ্টিয়ায় হানিফ

দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ : কুষ্টিয়ায় হানিফ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮ প্রকৌশলীকে দুদকের তলব

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮ প্রকৌশলীকে দুদকের তলব

১৪ বাচ্চার মা হয়ে ‘চমক’ রোনাল্ডোর

১৪ বাচ্চার মা হয়ে ‘চমক’ রোনাল্ডোর

দ্বিতীয়বারের জন্য উরসুলাতেই আস্থা ইইউ নেতাদের

দ্বিতীয়বারের জন্য উরসুলাতেই আস্থা ইইউ নেতাদের

প্রেসিডেন্ট বাইডেন, যথেষ্ঠ হয়েছে...

প্রেসিডেন্ট বাইডেন, যথেষ্ঠ হয়েছে...

বুকের তাজা রক্ত দিয়ে হলেও ভারতের রেলপথ প্রতিহত করবো

বুকের তাজা রক্ত দিয়ে হলেও ভারতের রেলপথ প্রতিহত করবো

মহেশপুরে দুই দিনে তিন রাসেল ভাইপার সাপ ধরা

মহেশপুরে দুই দিনে তিন রাসেল ভাইপার সাপ ধরা

হাতিয়ার মেঘনা নদীতে মিললো "সেইল ফিস"

হাতিয়ার মেঘনা নদীতে মিললো "সেইল ফিস"

দুবাইয়ে দুর্ঘটনায় আহত রাউজান প্রবাসীর মৃত্যু

দুবাইয়ে দুর্ঘটনায় আহত রাউজান প্রবাসীর মৃত্যু

মোংলায় নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

মোংলায় নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বাগাতিপাড়ায় গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

বাগাতিপাড়ায় গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

বোরকা পরা দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে রোহিঙ্গা খুন

বোরকা পরা দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে রোহিঙ্গা খুন

ভারতে ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩

ভারতে ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩

রাশিয়া, যুক্তরাষ্ট্র যোগাযোগের মাধ্যম উন্মুক্ত রাখে: সিনিয়র কূটনীতিক

রাশিয়া, যুক্তরাষ্ট্র যোগাযোগের মাধ্যম উন্মুক্ত রাখে: সিনিয়র কূটনীতিক

পেরুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

পেরুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে সংঘর্ষে কিয়েভ হারছে: ট্রাম্প

রাশিয়ার সঙ্গে সংঘর্ষে কিয়েভ হারছে: ট্রাম্প

১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৩জন গ্রেপ্তার

১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৩জন গ্রেপ্তার

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কারসহ বন্দুক লুঠ

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কারসহ বন্দুক লুঠ